করোনার বিধিনিষেধ (Covid 19 Restrictions in Digha) জারি হতেই রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্যতিক্রম নয় দিঘাও৷ চেনা ভিড়ের ছবি বদলে গিয়ে দিঘার সৈকত এখন তাই নির্জন, জনমানবহীন৷ অথচ মাত্র কয়েকদিন আগেই অন্যরকম ছিল দিঘার ছবি৷ বর্ষশেষের ছুটি উদযাপন এবং নতুন বছরকে স্বাগত জানাতে দিঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক৷ সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল থিকথিকে ভিড়৷ শিকেয় উঠেছিল করোনা বিধি৷
advertisement
আরও পড়ুন: নির্জন, জনমানবহীন! এই দিঘাকে অচেনা লাগবে আপনারও
এই মুহূর্তে পর্যটকহীন দিঘা তাই কার্যত শুনসান, জনমানবহীন৷ সি বিচ থেকে শুরু করে সমুদ্রের পার বরাবর রাস্তা, সবই খা খা করছে৷। সমু্দ্রে যাওয়ার জন্য দিঘার যে রাস্তাগুলি সবসময় পর্যটকদের ভিড়ে গমগম করে, সেগুলিও ফাঁকা৷ পর্যটক না থাকায় রাস্তার দু' পাশের দোকানগুলিও বন্ধ৷
আরও পড়ুন: ভয়ানক, মাছের বদলে জ্যান্ত এ কী তুলে আনলেন মৎস্যজীবীরা! তোলপাড় দিঘা
দিনে হোক না রাতে, গত কয়েক দিন ধরেই দিঘা পুরোপুরি কোলাহলহীন৷ তাই বহু দূর থেকেও শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের গর্জন৷ পর্যটক শূন্য হয়ে পড়ায় ফের কঠিন সময়ের মধ্যে পড়েছেন দিঘার স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ৷ কারণ তাঁরা অনেকেই পর্যটকদের উপরে নির্ভরশীল৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও৷
ক্ষতির মুখে পড়ে দিশেহারা অবস্থা সি বিচের ডাব ব্যবসায়ী থেকে মালা পুঁতির পসরা নিয়ে বসা ছোট ছোট ব্যবসায়ীদের। হোটেলে পর্যটক না থাকায় সমস্যায় হোটেল ব্যবসা। সমস্যায় হোটেলের কর্মী থেকে মালিকপ্রত্যেকেই। এসবের মধ্যেই ফাঁকা সি বিচ জুড়ে পুলিশের টহলদারি এবং করোনা সচেতনতা সম্পর্কিত মাইকিং চলছে!