TRENDING:

Digha: উপার্জন বন্ধ, খা খা করছে সৈকত! করোনার ধাক্কায় মন খারাপ দিঘার

Last Updated:

করোনার বিধিনিষেধ জারি হতেই রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্যতিক্রম নয় দিঘাও (Digha)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: জারি হয়েছে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা। করোনা সতর্কতা নিয়ে দিঘা (Digha) জুড়ে বাড়তি বিধিনিষেধও জারি হয়েছে। পর্যটনের ভরা মরশুমেও তাই খা খা করছে গোটা সমুদ্র শহর। সৈকত শহরে পর্যটকদের আনাগোনা বন্ধের কারণে রুটিরুজি বন্ধ হয়ে গিয়েছে পর্যটনের উপরে নির্ভরশীল দিঘার ছোট বড় সব ব্যবসায়ীরই। একই অবস্থা হকারদেরও৷ শুনশান দিঘায় এখন কষ্টের দিন গুজরান চলছে তাঁদের।
শুনসান দিঘা৷
শুনসান দিঘা৷
advertisement

করোনার বিধিনিষেধ (Covid 19 Restrictions in Digha) জারি হতেই রাজ্যের সব পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে৷ ব্যতিক্রম নয় দিঘাও৷ চেনা ভিড়ের ছবি বদলে গিয়ে দিঘার সৈকত এখন তাই নির্জন, জনমানবহীন৷  অথচ মাত্র কয়েকদিন আগেই অন্যরকম ছিল দিঘার ছবি৷ বর্ষশেষের ছুটি উদযাপন এবং নতুন বছরকে স্বাগত জানাতে দিঘায় ভিড় করেছিলেন হাজার হাজার পর্যটক৷ সমুদ্র সৈকতে দেখা গিয়েছিল থিকথিকে ভিড়৷ শিকেয় উঠেছিল করোনা বিধি৷

advertisement

আরও পড়ুন: নির্জন, জনমানবহীন! এই দিঘাকে অচেনা লাগবে আপনারও

এই মুহূর্তে পর্যটকহীন দিঘা তাই কার্যত শুনসান, জনমানবহীন৷ সি বিচ থেকে শুরু করে সমুদ্রের পার বরাবর রাস্তা, সবই খা খা করছে৷। সমু্দ্রে যাওয়ার জন্য দিঘার যে রাস্তাগুলি সবসময় পর্যটকদের ভিড়ে গমগম করে, সেগুলিও ফাঁকা৷ পর্যটক না থাকায় রাস্তার দু' পাশের দোকানগুলিও বন্ধ৷

advertisement

আরও পড়ুন: ভয়ানক, মাছের বদলে জ্যান্ত এ কী তুলে আনলেন মৎস্যজীবীরা! তোলপাড় দিঘা

দিনে হোক না রাতে, গত কয়েক দিন ধরেই দিঘা পুরোপুরি কোলাহলহীন৷ তাই বহু দূর থেকেও শোনা যাচ্ছে সমুদ্রের ঢেউয়ের গর্জন৷ পর্যটক শূন্য হয়ে পড়ায় ফের কঠিন সময়ের মধ্যে পড়েছেন দিঘার স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ৷ কারণ তাঁরা অনেকেই পর্যটকদের উপরে নির্ভরশীল৷ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন হোটেল ব্যবসায়ীরাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

ক্ষতির মুখে পড়ে দিশেহারা অবস্থা সি বিচের ডাব ব্যবসায়ী থেকে মালা পুঁতির পসরা নিয়ে বসা ছোট ছোট ব্যবসায়ীদের। হোটেলে পর্যটক না থাকায় সমস্যায় হোটেল ব্যবসা। সমস্যায় হোটেলের কর্মী থেকে মালিকপ্রত্যেকেই। এসবের মধ্যেই ফাঁকা সি বিচ জুড়ে পুলিশের টহলদারি এবং করোনা সচেতনতা সম্পর্কিত মাইকিং চলছে!

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: উপার্জন বন্ধ, খা খা করছে সৈকত! করোনার ধাক্কায় মন খারাপ দিঘার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল