জোয় শহর থেকে মফস্বল, মফস্বল পেরিয়ে গ্রাম। সর্বত্রই এখন থিম পুজোর ছড়াছড়ি। থিমের ভাবনায় ফুটে উঠে এসেছে একাধিক বিষয়। দিঘার অদূরে জুরাসিক পার্ক থিমে মায়ের আবাহনী ডব্লিউ এস এ লোটাস ক্লাবের
হলিউড সিনেমায় দেখানও জুরাসিক পার্ক ছোট বড় সবার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে।
জুরাসিক পার্ক সিনেমায় দেখা যায় ডাইনোসরদের মাঝে অভিযাত্রীর দলের বেঁচে থাকার লড়াই। সিনেমার দেখা গা ছমছম করা পরিবেশ মানুষের মনে আলাদা ভীতি সঞ্চার করে। সেই পরিবেশ এবার উঠে আসছে দুর্গা পুজোয়। দুর্গাপুজোর প্যান্ডেলে ঢুকলেই চারিদিকে দেখা যাবে ডাইনোসরদের ছড়াছড়ি। এমনকি লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে ডাইনোসরদের গর্জন আপনাকে ভয় পাইয়ে দেবে। দিঘার অলংকারপুরে এই টিমেই পুজোর আয়োজন করেছে একটি ক্লাব।
advertisement
জুরাসিক পার্ক থিমে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করছে ডব্লিউ এস এ লোটাস ক্লাব। দিঘার পাশেই অলংকার পুরে অলংকারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে মণ্ডপ সজ্জার কাজ। পরিবেশবান্ধব বাঁশ ও খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনার কাজ চলছে জোর কদমে। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল ও ডাইনো-প্রাণী দিয়ে মণ্ডপ সাজান হচ্ছে, দর্শকদের জুরাসিক পার্কের আমেজ দিতে।
পুজো কমিটির এক সদস্য জানান, ‘জুরাসিক পার্কের থিম অনুসরণ করে মণ্ডপ তৈরি চলছে। পুজো দেখতে এলেই মানুষ সিনেমায় দেখা সেই গা ছমছম করা জুরাসিক পার্ক পরিবেশ পাবে।’
আরও পড়ুন: দিঘায় বিরাট কাণ্ড…! আর পোহাতে হবে না দুর্ভোগ, এবার যা চালু হচ্ছে…, জানলে চমকে যাবেন আপনিও
বিবর্তনের ফলে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে। দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। তাই এই পুজো কমিটি জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে। এই পুজো কমিটির এবারের প্রতিমা তৈরি হচ্ছে টেরাকোটার শিল্পে। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসরের দেশে ঘুরে বেড়ান।
পুজোর থিম জুরাসিক পার্ক স্থানীয় মানুষ সহ পর্যটকদের মনে ধরবে বলে জানান শিল্পী থেকে পুজোর কর্মকর্তারা। ফলে আর চিন্তা নেই এবার দুর্গা পুজোয় জুরাসিক পার্কের আমি নিতে চলে আসুন দিঘার কাছে এই পুজো মণ্ডপে।