এই ট্রেনে চেয়ারকার,স্লিপার ক্লাস এবং এসি সবরকম শ্রেণিরই বন্দোবস্ত আছে। অনেকেই এর মধ্যে ট্রেনে চেপে ঘুরেও এসেছেন পছন্দের ঠিকানায়। চালু হওয়া মাত্রই এই ট্রেনের জনপ্রিয়তা তুঙ্গে। এতো বেশি যে জায়গা পাওয়াই মুশকিল! আগামী শনিবার ১৩ জুলাইয়ের রিজার্ভেশন ফুল! যাঁরা ১৪ জুলাই রবিবার উল্টোরথের দিন দিঘা যাবেন ভাবছেন,সেদিনও ওয়েটিং লিস্ট।
বৃষ্টির দিনে জমিয়ে ইলিশ খেতে খেতে সমুদ্র দেখতে চাইলে আগেভাগেই টিকিট বুক করুন। যদি পরের সপ্তাহে দিঘায় ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলেও এখন থেকেই টিকিট কাটতে হবে। সপ্তাহান্তে কলকাতা-দিঘা স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় ছেড়ে সন্ধ্যা ৬টা৫০ এ দিঘায় পৌঁছে দেবে। উল্টোদিকে দিঘা-কলকাতা স্পেশাল ট্রেনটি দিঘা থেকে সন্ধ্যা ৭টা১০ এ ছেড়ে কলকাতা পৌঁছে দেবে রাত ১১টা৫৫ মিনিটে।
advertisement
আরও পড়ুন-কলকাতার এই বড় ঝিল সংস্কারের কাজ শুরু হল অবশেষে! কাউন্সিলরের উদ্যোগে ভোলবদল এলাকার
যাঁরা কলকাতা থেকে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশন যেমন বাগনান,তমলুক,মেচেদা,কাঁথি ইত্যাদি সরাসরি যেতে চান তাঁরাও কিন্ত এই ট্রেনে চড়ে পড়তে পারেন। অর্থাৎ অল্প দূরত্ব কিংবা সোজা দিঘা, দু’ক্ষেত্রেই দারুণ চাহিদা এই ট্রেনের টিকিটের।
