দিঘা যাত্রায় বাসের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় আলিপুরদুয়ারে এসে এই ছাড়ের কথা ঘোষণা করেছেন। ১৫ জুন পর্যন্ত এই ছাড় পাবেন যাত্রীরা।
সম্প্রতি শিলিগুড়িতে এসে দিঘা যাওয়ার জন্য ৬ টি ভলভো বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ ফুলবাড়ির ভিডিওকন মাঠ থেকে উত্তরবঙ্গের ছয় জেলা সদর থেকে ৪৫ আসন বিশিষ্ট অত্যাধুনিক বাসে এই যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
advertisement
সেই বাসের ভাড়ায় এবার ছাড় ঘোষণা করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আগামী ১৫ জুন পর্যন্ত এই ছাড় মিলবে। আগামী বুধবার ২৮ মে থেকে এই বাস যাত্রা শুরু করবে।
২৮ মে বুধবার জলপাইগুড়ি থেকে, ২৯ মে বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে, ৩০ মে শুক্রবার কোচবিহার ও রায়গঞ্জ থেকে, ৩১ মে শনিবার আলিপুরদুয়ার ও মালদহ থেকে এই নতুন বাস যাত্রা শুরু করবে।
ইতিমধ্যেই বাসের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। রেড বাস মোবাইল অ্যাপ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো ও সংস্থার নিজস্ব ওয়েব সাইট থেকে টিকিট বুকিং করার ব্যবস্থা থাকছে।
কলকাতা ও দিঘা দুই স্থানে যাওয়ার জন্যই এই ছাড় মিলবে।
আধুনিক এই বাসগুলোতে টু বাই টু পুশ ব্যাক সিট, বেলুন সাস্পেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা সহ আধুনিক নানান সুবিধে থাকছে।প্রতি যাত্রীকে বিনামুল্যে জলের বোতল দেওয়া হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে। ভাড়ার ছাড় হয়ে কোন জেলা সদর থেকে দিঘা ও কলকাতায় কত হবে তা চার্টে দিয়েছে সংস্থা।
রাজকুমার কর্মকার