TRENDING:

Digha News: ইয়াসের ক্ষত সারিয়ে সেজে উঠছে পর্যটন নগরী দিঘা

Last Updated:

দিঘা থেকে কাঁথি পর্যন্ত সৈকত সরণি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। বলাই বাহুল্য, আগামী দিনে এই সৈকত সরণি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব মেদিনীপুর: ইয়াসের ক্ষত সারিয়ে সেজে উঠছে পর্যটন নগরী দিঘা। সমুদ্র সৈকত লাগোয়া ওল্ড ও নিউ দিঘা এলাকায় তৈরি হয়েছে একাধিক বিশ্ব বাংলা পার্ক। দিঘা থেকে কাঁথি পর্যন্ত সৈকত সরণি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। বলাই বাহুল্য আগামী দিনে এই সৈকত সরণি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে।
advertisement

পর্যটক টানতে সরকারি উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। দিঘা রেল স্টেশনের কাছেই ভগি ব্রহ্মপুর মৌজায় ২০ একর উঁচু বালিয়াড়ি জায়গায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। আগেই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার জন্য জায়গার সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে। মন্দির তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা থেকে জানা যায়, সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই মূল মন্দির নির্মাণের কাজ শেষ হবে।

advertisement

আরও পড়ুন- নীলাদ্রি দাসের জাল কত দূর বিস্তৃত, জানতেই সিআইডির খাতাতে নাম থাকা তারই সহ-অভিযুক্তর বয়ান রেকর্ড করল সিবিআই

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, এই জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। উচ্চতাও থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের সমান। ফেব্রুয়ারি মাসেই জগন্নাথ মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য ১২৮ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা হলেও বর্তমানে তা বেড়ে ২০০ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। নির্মাণকারী সংস্থাকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: ইয়াসের ক্ষত সারিয়ে সেজে উঠছে পর্যটন নগরী দিঘা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল