পর্যটক টানতে সরকারি উদ্যোগে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। দিঘা রেল স্টেশনের কাছেই ভগি ব্রহ্মপুর মৌজায় ২০ একর উঁচু বালিয়াড়ি জায়গায় তৈরি হচ্ছে এই জগন্নাথ মন্দির। আগেই জগন্নাথ মন্দির তৈরি হওয়ার জন্য জায়গার সীমানা প্রাচীর নির্মাণের কাজ শেষ হয়েছে। মন্দির তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। দায়িত্বপ্রাপ্ত নির্মাণ সংস্থা থেকে জানা যায়, সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই মূল মন্দির নির্মাণের কাজ শেষ হবে।
advertisement
প্রসঙ্গত, এই জগন্নাথ মন্দির নির্মাণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। উচ্চতাও থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের সমান। ফেব্রুয়ারি মাসেই জগন্নাথ মন্দিরের চূড়ান্ত নকশা তৈরি হয়েছে। গত বছর ডিসেম্বর মাসে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের জন্য ১২৮ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা হলেও বর্তমানে তা বেড়ে ২০০ কোটি টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। নির্মাণকারী সংস্থাকে ১৮ মাসের সময় দেওয়া হয়েছে জগন্নাথ মন্দির নির্মাণের জন্য।