বর্ষাকালে উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে বহু মানুষ আসেন দিঘায়। তাই বর্ষার শনি রবিবার ছুটির দিনগুলিতে দীঘা সমুদ্র সৈকত পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। ২২ জুলাই শনিবার সকাল থেকেই দিঘা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে। একদিকে বর্ষাকালের বৃষ্টি পূবালী হাওয়া অন্য দিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণবাতের কারণে উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউ এসে ঝাপটা মারছে সৈকত সরণিতে।
advertisement
আরও পড়ুনঃ দুপুরেই নামছে অন্ধকার, নিম্নচাপের জেরে কোন কোন জেলায় কাঁপিয়ে বৃষ্টি? রইল পূর্বাভাস
এ দিন সকাল সকাল ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, সৈকত সরণিতে এসে পর্যটকেরা অনাবিল আনন্দ উপভোগ করল উত্তাল সমুদ্রের। সৈকত সরণীতে দাঁড়িয়ে পর্যটকেরা ঢেউয়ের ঝাপটায় সমুদ্র স্নানের মজা নিল। শ্রাবণের বৃষ্টি এবং হওয়া ঘূর্ণবাতের প্রভাবে চলতি সপ্তাহে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আর বর্ষার সময় সমুদ্রের এই সর্বগ্রাসী ভয়ঙ্কর রূপ পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করছে।
একদিকে মেঘলা আকাশ, অন্যদিকে উত্তাল সমুদ্র দুইই মিলিয়ে পর্যটকদের মাতাল করে তুলেছে। তবে দিঘায় আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েকদিন দিঘার আবহাওয়া প্রায় একই রকম থাকবে। এ দিন উত্তাল হবে সমুদ্র। জোয়ারের সময় ঢেউ এর উচ্চতা বাড়বে। এ দিনও উঁচু উঁচু ঢেউ এসে ঝাপটা মারছে সৈকত সরণিতে।