TRENDING:

Cyclone Yaas: রাত ন'টা নাগাদ ফের দুর্যোগ! দিঘা-সাগরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

Last Updated:

দিঘার বাসিন্দারা এমন জলোচ্ছ্বাস শেষ কবে দেখেছিলেন মনে করতে পারেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিপদ এখনও কাটেনি! আরও এক দফায় প্রকৃতির তাণ্ডব চলতে পারে! রাত নটা নাগাদ ফের জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা থাকছে। রাত ৯টায় আবার ভরা কোটাল রয়েছে। সেই সময় আরও এক দফায় জলোচ্ছাস হতে পারে। ফলে দিঘা ও সাগরে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এমনিতেই সকাল থেকে দিঘায় ব্য়াপক জলোচ্ছাস হয়েছে। সমুদ্রের নোনা জল ঢুকে পড়েছে গ্রামে। ভেসেছে রাস্টা-ঘাট, সমুদ্র তীরবর্তী পার্ক, দোকানপাট, হোটেল জলমগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিঘা ও সংলগ্ন এলাকায় উন্নয়নমূলক অনেক কাজ করেছেন গত কয়েক বছরে। কিন্তু একটা ঘূর্ণিঝড় যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেল। এদিন দিঘায় প্রায় ত্রিশ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছিল পাড়ে। ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রবল। দিঘার বাসিন্দারা এমন জলোচ্ছ্বাস শেষ কবে দেখেছিলেন মনে করতে পারেননি।
advertisement

আজ চন্দ্রগ্রহণ। বুধবার রাত ৮:৩৫ মিনিটে আরও একবার প্লাবন আসার সম্ভাবনা রয়েছে। ফলে জল বাড়তে পারে পাঁচ ফুট পর্যন্ত। এমনকী আগামীকালও জল বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে প্লাবনের জল ঢুকতে পারে নদী তীরবর্তী গ্রামগুলিতে। বৃহস্পতিবার ভরা জোয়ারে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বারবার মানুষকে জলে না নামার আবেদন করেছেন। জল বাড়লে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখার কথাও বলেছেন তিনি। উপকূলবর্তী গ্রামের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিন। সেইসঙ্গে বলেছেন, জলস্তর কিছুটা নামলেও এখনই যেন কেউ ত্রাণশিবির ছেড়ে বাড়ি না ফেরেন! প্রায় এক কোটি মানুষের ইয়াসে বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত দুদিন ধরে ঝড়-বৃষ্টিতে রাজ্যে ১৩৪টি নদী বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত নটা নাগাদ প্লাবন এলে পূর্ব মেদিনীপুর ছাড়াও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় প্রভাব পড়তে পারে। ফলে জেলা প্রশাসন সতর্ক রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একদিকে আজ পূর্ণিমা। তার উপর চন্দ্রগ্রহণ। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শুরু হওয়ার কথা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত। চলতি বছর এটিই প্রথম ও শেষ ‘ব্লাড মুন’ হবে। রাত ন’টায় আবারও ভরা কোটাল। ফলে উপকূল এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়তে পারে আবারও। এমনিতেই দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমনি কাকদ্বীপ, পাথরপ্রতিমা, সাগরদ্বীপ, নামখানা, বকখালি সহ বহু এলাকায় উপকূলবর্তী গ্রামগুলি জলে ভাসছে। এর পর রাতের দিকে নতুন করে জল বাড়লে পরিস্থিতি যে কী হবে তা ভেবেই আঁতকে উঠছেন অনেকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Yaas: রাত ন'টা নাগাদ ফের দুর্যোগ! দিঘা-সাগরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল