দিঘায় শুরু হয়েছে ডবল ডেকার বাস পরিষেবার মহড়া। প্রমোদতরীর যাত্রীদের নিয়ে আসা-যাওয়ার জন্য এই পরিষেবা চালু করা হবে। বিশেষ কিছু কারণের জন্য এখনও পর্যন্ত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ ওরফে (পিপিপি)-এর এই প্রমোদ ভ্রমণ পরিষেবা চালু হয়নি। শঙ্করপুর মৎস্য বন্দরের একবারে কাছে নায়েকালী মন্দির চত্বরে তৈরি করা হয়েছে জেটি। সেখান থেকে প্রমোদতরীতে চেপে সমুদ্রের রূপ দর্শন করতে পারবেন পর্যটকেরা। ইতিমধ্যেই সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে। পরিষেবা চালুর অপেক্ষা মাত্র। আর তার আগেই শুরু হল দিঘার রাস্তায় এই প্রমোদতরীর বাস পরিষেবার মহড়া।
advertisement
আরও পড়ুন: যে কোনও ডাল খাচ্ছেন? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! মুগ নাকি মুসুর… কোনটি স্বাস্থ্যকর? বলছেন চিকিৎসক
এমভি নিবেদিতা নামের সম্পূর্ণ বাতানুকূল প্রমোদ তরীটির। তবে যা তৎপরতা, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দ্রুত চালু হয়ে যাবে পর্যটক বিনোদনের এই বিশেষ পরিষেবা। তার আগেই দিঘার রাস্তায় মহড়া শুরু। হয়েছে ডবল ডেকার বাসের। আধুনকি সাউন্ড সিস্টেম সংযুক্ত বিলাসবহুল বর্ণিল সাজ। তা নজর কাড়ছে। পথচলতি মানুষের। বাড়ছে কৌতূহলও।
প্রসঙ্গত বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে দিঘাতে সাজিয়ে গুছিয়ে তোলার পাশাপাশি একাধিক নিত্য নতুন পরিষেবা শুরু হয়েছে। আগামী দিনে প্রমোদ তরী পরিষেবা চালু হওয়ার আগেই দিঘার রাস্তায় ডবল ডেকার বাস যাতায়াত শুরু হল। এখনও পর্যন্ত এই বাস পরিষেবার ভাড়া নির্ধারিত হয়নি। তবে এই ডবল ডেকার বাস পরিষেবা নিয়ে ইতিমধ্যেই কৌতূহল জন্মেছে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে।
সৈকত শী