TRENDING:

Digha Jagannath Temple: দিনভর হোমযজ্ঞ, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে শুরু উৎসব

Last Updated:

Digha Jagannath Temple Inauguration: আজ অক্ষয়তৃতীতায় দিঘার মন্দিরে জগন্নাথের প্রাণপ্রতিষ্ঠা এবং দ্বারোদ্ঘাটন। বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড। তার পরে শুরু হবে জগন্নাথের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। পাথরের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা করবেন ইসকনের সন্ন্যাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, দিঘা: আজ, বুধবার সকাল থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে পৃথক যজ্ঞ। সেই যজ্ঞের পর বিগ্রহের সামনে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করা হবে যজ্ঞকুণ্ড ও কুম্ভকুণ্ড। তারপর শুরু হবে জগন্নাথদেবের বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। জগন্নাথদেবের সঙ্গে রাধা-কৃষ্ণের মূর্তিতেও প্রাণপ্রতিষ্ঠা করা হবে। প্রাণপ্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ মাত্র ২০ মিনিটের। বুধবার সকাল ১১টা ১০ থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পুণ্যলগ্নে দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে। রুদ্ধদ্বারে হবে এই প্রাণপ্রতিষ্ঠার প্রক্রিয়া। সাধুসন্ন্যাসীরাই এই প্রাণপ্রতিষ্ঠা করবেন। এক কোটি মন্ত্রোচ্চারণে দিঘায় জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার উপাচার শুরু হয়েছে। সপ্তাহভর চলছে যজ্ঞানুষ্ঠান-পুজার্চ্চনা। চলছে বিষ্ণু-সহস্রনাম এবং হরিনামও। আজ, বুধবার হবে প্রভু জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠা ও জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন পর্ব।
বুধবার সকাল থেকেই শুরু যজ্ঞ (Photo Courtesy: Mamata Banerjee/Facebook Page)
বুধবার সকাল থেকেই শুরু যজ্ঞ (Photo Courtesy: Mamata Banerjee/Facebook Page)
advertisement

আরও পড়ুন– কয়েক মিনিট টয়লেট ব্যবহারের বিল ৮০৫ টাকা ! বেড়াতে গিয়ে সাংঘাতিক অভিজ্ঞতা হল মহিলার, নিন্দায় সরব নেটিজেনরা

প্রায় ২৪ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই মন্দিরের উচ্চতা ৪৫ ফুট। মন্দিরটি গঠনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়, যা মাত্র ৩৬ মাসের মধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। নির্মাণকাজে ৩,০০০ জনেরও বেশি কর্মী প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। বাংলার সাধারণ শ্রমিক থেকে দক্ষ স্থপতি, সবার সম্মিলিত পরিশ্রমের ফসল এই মন্দির। মন্দিরের অভ্যন্তরে রয়েছে গর্ভগৃহ, জগমোহন, নাটমন্দির এবং ভোগমণ্ডপ, যা প্রাচীন ঐতিহ্য মেনেই নির্মিত হয়েছে। মন্দির চত্বরে তৈরি হয়েছে ৪টি বিশাল প্রাঙ্গণ, যেখানে ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। পুরো মন্দির চত্বর সুসজ্জিত হয়েছে পৌরাণিক ছন্দ, প্রাচীন নকশা এবং পাথরের কারুকার্য দ্বারা, যা বাংলার শিল্প ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে গোটা বিশ্বের দরবারে তুলে ধরবে।

advertisement

আরও পড়ুন– পাকিস্তানের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু ভারতের ! ই-কমার্স বন্ধ, পাকিস্তানকে ইলেকট্রনিক পণ্যও বেচবে না ভারত

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

দিঘায় এখন উৎসবের মেজাজ। সৈকত শহরে যখন মানুষের ভিড় আছড়ে পড়ে তখন চোখে পড়ে এই উৎসবের মেজাজ। কিন্তু গত কয়েকদিন ধরে গোটা দিঘা বা বলা ভাল পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই উৎসবের মেজাজ। কারণ জগন্নাথধামের উদ্বোধন। আমন্ত্রিত অতিথিরা তো আছেনই, এছাড়াও যাঁরা সশরীরে এখানে পৌঁছতে পারেননি সেই সব মানুষজন টেলিভিশনে পর্দায়, সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছেন এই অনুষ্ঠানে। আজ জেলায় জেলায় এই অনুষ্ঠান লাইভ দেখানো হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: দিনভর হোমযজ্ঞ, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে শুরু উৎসব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল