শনিবার সকালে পটাশপুর ১ব্লক ও ২ব্লক এলাকায় প্রসাদ বিতরণ করতে উপস্থিত হন স্থানীয় বিধায়ক উত্তম বারিক ও বিডিও পটাশপুর ১ বিধানচন্দ্র বিশ্বাস। এদিন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ১২টি রেশন দোকানে শুরু হয় প্রসাদ বিতরণ। একেবারে সকাল সকাল লাইন দিয়ে প্রসাদ নিতে দেখা যায় মানুষকে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রাথমিকভাবে ৭ লক্ষ প্রসাদের প্যাকেট তৈরি করা হয়েছে। সেগুলি জেলার ২৫ টি ব্লক এবং পাঁচটি পৌরসভা এলাকার প্রতিটি পরিবারের মধ্যে বিতরণ করা হবে। জেলার দক্ষ মিষ্টান্ন কারিগরদের দিয়ে সিসি ক্যামেরার নজরদারির মাধ্যমে তৈরি করা হয়েছে জগন্নাথের প্রসাদি প্যাড়া এবং গজা। প্যাকেটের মাধ্যমে প্যাড়া এবং গজার পাশাপাশি থাকছে একটি করে জগন্নাথের ছবিও।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে শনিবার রামনগর ১ব্লকের দিঘার হেলিপেড গ্রাউন্ডে ‘দুয়ারে রেশনের মাধ্যমে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হল প্রসাদের প্যাকেট।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি,রামনগর ১ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরিবার গুলোর হাতে এই মহাপ্রসাদ পেয়ে খুশি।
পঙ্কজ দাশ রথী