জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত কাজ শেষ করার জন্য়ই ১৮ তারিখ রাত থেকে ৬ ঘণ্টা ব্য়স্ত এই রাস্তা বন্ধ রাখতে হবে। ফলে কলকাতা, কোলাঘাট হয়ে দিঘা যেতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হবে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর থেকে এগরা যাওয়ার রাস্তা ব্য়বহার করতে হবে।
advertisement
আরও পড়ুন: যোশীমঠের মতো বিপদের মুখে রানিগঞ্জ! কুড়ি হাজার মানুষের মৃত্য়ুর আশঙ্কা মমতার
অন্য়দিকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন অথবা অ্য়াম্বুল্য়ান্সের যাতায়াতের জন্য় নন্দকুমার থানার নরঘাট থেকে একটি বিকল্প রাস্তা ব্য়বহার করা হবে।
ইতিমধ্য়েই জাতীয় সড়ক বন্ধ রাখার কথা জাতীয় সড়ক কর্তৃপক্ষ, জেলা পুলিশকে জানানো হয়েছে। ১৮ তারিখ রাত থেকেই কোলাঘাট, কাঁথি, তমলুক থেকে ১১৬বি জাতীয় সড়কে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হবে। যানবাহনের চালকদেরও বিষয়টি আগেভাগে জানানোর ব্য়বস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।