শুনসান রাস্তাঘাট। লোকজনের দেখা নেই। শিল্পাঞ্চল হলদিয়ায় বন্ধ শিল্পের কাজকর্ম। শিল্পাঞ্চল হলদিয়ার কোনও কলকারখানায় আজ শ্রমিকদের দেখা মিলছে না। জনতা কার্ফুর ব্যাপক প্রভাব পড়েছে শিল্প শহর হলদিয়ায়।
রাস্তাঘাট শুনসান। টাউনশিপের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ফাঁকা। বন্দর-সহ সব কলকারখানায় শ্রমিকদের উপস্থিতি খুবই কম। চলছে না বাস। বন্ধ ট্রেন। দোকানপাটও বন্ধ। এক ছবি দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর-সহ সব সৈকত শহরেরই। যেখানে ওল্ড থেকে নিউ দিঘার সি বিচে দেখা নেই পর্যটকদের।
advertisement
দিঘার সব হোটেলই পর্যটন শূন্য। ট্রেনের পাশাপাশি আজ, রবিবার দিঘার রাস্তায় বন্ধ বাস চলাচল। রাস্তায় দেখা নেই লোকজনের। পর্যটক শূন্য দিঘায় আজ দোকানপাটও বন্ধ। দিঘা মোহনার মাছ বাজারও আজ বন্ধ রয়েছে। হলদিয়া, দিঘার আজকের ছবি যেকোনও বনধের দিনকেই সহজে টেক্কা দেবে। যেখানে রাস্তাঘাটের শুনসান ছবিই সেকথারই প্রমাণ দিচ্ছে বলে দাবি সকলের।
SUJIT BHOWMIK