TRENDING:

জনতা কার্ফুর জের, শুনসান শিল্প শহর হলদিয়া থেকে পর্যটন নগরী দিঘা !

Last Updated:

কাঁথি ও এগরা থেকে মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার। সব জায়গার ছবি একেবারে একইরকম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিঘা: জেলাজুড়ে একই ছবি। জেলা সদর শহর তমলুক, মহকুমা শহর কাঁথি ও এগরা থেকে মহিষাদল, কোলাঘাট, পাঁশকুড়া, নন্দকুমার। সব জায়গার ছবি একেবারে একইরকম।
advertisement

শুনসান রাস্তাঘাট। লোকজনের দেখা নেই। শিল্পাঞ্চল হলদিয়ায় বন্ধ শিল্পের কাজকর্ম। শিল্পাঞ্চল হলদিয়ার কোনও কলকারখানায় আজ শ্রমিকদের দেখা মিলছে না। জনতা কার্ফুর ব্যাপক প্রভাব পড়েছে শিল্প শহর হলদিয়ায়।

রাস্তাঘাট শুনসান। টাউনশিপের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ফাঁকা। বন্দর-সহ সব কলকারখানায় শ্রমিকদের উপস্থিতি খুবই কম। চলছে না বাস। বন্ধ ট্রেন। দোকানপাটও বন্ধ। এক ছবি দিঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর-সহ সব সৈকত শহরেরই। যেখানে ওল্ড থেকে নিউ দিঘার সি বিচে দেখা নেই পর্যটকদের।

advertisement

দিঘার সব হোটেলই পর্যটন শূন্য। ট্রেনের পাশাপাশি আজ, রবিবার দিঘার রাস্তায় বন্ধ বাস চলাচল। রাস্তায় দেখা নেই লোকজনের। পর্যটক শূন্য দিঘায় আজ দোকানপাটও বন্ধ। দিঘা মোহনার মাছ বাজারও আজ বন্ধ রয়েছে। হলদিয়া, দিঘার আজকের ছবি যেকোনও বনধের দিনকেই সহজে টেক্কা দেবে। যেখানে রাস্তাঘাটের শুনসান ছবিই সেকথারই প্রমাণ দিচ্ছে বলে দাবি সকলের।

advertisement

SUJIT BHOWMIK

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জনতা কার্ফুর জের, শুনসান শিল্প শহর হলদিয়া থেকে পর্যটন নগরী দিঘা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল