আরও পড়ুন: দিঘা সমুদ্র সৈকতে মৃত্যু মিছিল অব্যাহত, মৃত্যুর আসল রহস্য কী ? পড়ুন...
প্রশাসনের তরফে পর্যটকদের সমুদ্রে নামার উপর কড়া নজরদারি চলছে ৷ মাছ ধরতে মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ এমনকী, যারা মাছ ধরতে গিয়েছেন তাদেরকেও ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷
advertisement
অন্যদিকে,সমুদ্রে দুর্ঘটনা কমাতে নতুন উদ্যোগ নিতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ৷ দিঘা, তাজপুর, মন্দারমণি ও উদয়পুরের সমুদ্রে এবার থেকে সীমারেখার নিশনা করা থাকবে ৷ সমুদ্রে নির্দিষ্ট দূরত্বে থাকবে হলুদ রঙের বেলুন ৷ দূর থেকে দেখা যাবে হলুদ রঙের বেলুন ৷ বেলুন পেরিয়ে গভীর সমুদ্রে যাওয়ার চেষ্টা করলেই পুলিশের জালে পড়তে পারেন আপনিও ৷
একের পর এক মৃত্যুর জেরে প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছিল ৷ তাই সমুদ্র স্নানে পর্যটকদের সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিল প্রশাসন ৷ দিঘা, উদয়পুর, মন্দারমণি, তাজপুর সমুদ্র সৈকতে গত এক সপ্তাহে জলে ডুবে প্রাণ হারিয়েছেন অনেকেই ৷