যেমন ধরুন ১৯৬৯ সালের জুলাই মাসের মানবজাতির মহাকাশ অভিযানের অন্যতম স্বর্ণ মুহূর্ত এডউইন অলড্রিন এবং নীল আর্মস্ট্রংয়ের চাঁদে পা রাখার ঘটনা। এছাড়াও রয়েছে ১৯৪৮ সালে ৩০জানুয়ারি গান্ধী হত্যার স্টোরি। বাঁকুড়ার পশ্চিমরাঢ় ইতিহাস সংস্কৃতি চর্চা কেন্দ্রতে পেয়ে যাবেন খবরের কাগজের এই \”এক্সক্লুসিভ কালেকশন\”।
আরও পড়ুন- ঠিক ‘১ মাস’ পরেই আপনার ‘হার্ট অ্যাটাক’ হবে! যদি চোখে ফুটে ওঠে এই লক্ষণ, ভাল করে বুঝে নিন
advertisement
আরও পড়ুন- ১৫০ কেজি! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই ‘অজগর জুটি’? তার পর যা হল…!
কাগজগুলি এত পুরানো যে একটা সোনালী রং চলে এসেছে। হাত দিলে গুঁড়িয়ে যাবে। এরকম অবস্থায় এই কাগজগুলি সংগ্রহ করে রাখা রয়েছে বাঁকুড়ার বুকে মিউজিয়ামে। রয়েছে জার্মানির সারেন্ডারের গল্প! রয়েছে কুইন এলিজাবেথের ইংল্যান্ডের রানি হওয়ার গল্প! এছাড়াও রয়েছে বিভিন্ন বাংলা সংবাদপত্রের কাটিং, যেখানে ফুটে উঠছে বাঁকুড়ায় বিভিন্ন মনীষীর আগমনের ঘটনা। মিউজিয়ামের কোষাধ্যক্ষ চন্দন শুক্লা বলেন, \”যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন কিংবা ইতিহাস গবেষণা করছেন, তাদের জন্য এটি একটি দারুণ কালেকশন।\”
আরও পড়ুন- এই প্রথম টাকার মান এত পড়ল, ‘ধরাশায়ী’ ভারতের মুদ্রা! এখন ‘১ ডলার’ মানে কত টাকা জানেন?
চলছে শীত কাল, তাই বাড়িতে বসে বসে পড়াশোনা করতে করতে ক্লান্তি চলে আসলে, সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে অথবা বাবা মায়ের হাত ধরে একবার চলে আসা যেতেই পারে এই মিউজিয়ামে। মিউজিয়ামের এই খবরের কাগজের কালেকশন, আপনার ভিতরের ইতিহাস প্রেমিক কিংবা সাংবাদিককে জাগিয়ে তুলবে। আর প্রাপ্তবয়স্করা খুঁজে পাবেন পুরনো দিনের কৌতুক।
নীলাঞ্জন ব্যানার্জী