ঘটনায় বুকে আঘাত পান তিনি। হলদিয়া থেকে কাঁথি যাচ্ছিল সাংসদের গাড়ি। উল্টো দিক থেকে আসছিলো লরিটি। কাঁথির লোকাল বোর্ড স্টপেজের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য সাংসদকে স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন, অসুস্থ শয়ে শয়ে শিশু, করোনার মতোই বিপদ ডেকে আনবে চিনের নতুন ভাইরাস?
advertisement
আরও পড়ুন, পাইপে আটকে অগার মেশিন, আনা হল প্লাজমা কাটার! জটিল হচ্ছে উত্তরকাশীর উদ্ধারকাজ?
জানা গিয়েছে, এদিন সাংসদের গাড়ি কাঁথির দিকে যাচ্ছিল। সেই সময়ে উল্টো পথ দিয়ে দ্রুত গতিতে একটি লরি ছুটে আসছিল। শেষে সাংসদের গাড়ি চালক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে গাড়িটিকে রাস্তার ধারে দ্রুত নিয়ে যান। কিন্তু গাড়িটিকে খুবই জোরে ঝাঁকুনি লাগে। বুকে আঘাত পান সাংসদ দিব্যেন্দু অধিকারী।
আপাতত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এর আগে ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কাছে দিব্যেন্দুর গাড়িতে ট্যাঙ্কারের ধাক্কা মারে। সেই সময়ে অল্পবিস্তর আহত হন সাংসদ।