জানা যায়, গত বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর আগে তাসলিমা খাতুনের বিয়ে হয় মগরাহাট পশ্চিম বিধানসভার নেতড়া গ্রাম পঞ্চায়েতের বাঁকির মোড় এলাকার সাবির মোল্লার সঙ্গে।
advertisement
আরও পড়ুন : মহিলার কাণ্ডে তুমুল হইচই হাসপাতালে, কামড় খেয়ে সাপ সমতে হাজির চিকিৎসকের কাছে! সাহস দেখে অবাক সবাই
বিয়ের পর থেকেই দুজনের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত বলে অভিযোগ। প্রায় সাত মাস আগে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। পরে সাবির মোল্লা শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে অনুরোধ করে ফের বাড়িতে এনে সংসার শুরু করেন। তাদের তিন বছরের একটি কন্যা সন্তানও রয়েছে বলে খবর।
আরও পড়ুন : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও ‘গ্যারান্টি’ নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে
কিন্তু, গত বুধবার আবার স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের জেরে সাবির মোল্লা স্ত্রীকে ঘরের মধ্যে খুন করেন বলে অভিযোগ। খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে।ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সবদিক।