TRENDING:

Yoga: যোগাসনে দেশের হয়ে জোড়া সোনা পেল বাংলার ছেলে, খুশির হাওয়া ডায়মন্ড হারবারে

Last Updated:

Yoga- আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দেশের হয়ে জোড়া সোনা পেল উস্তির সৌরভ কুমার। থাইল্যান্ডে এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে কাপে এই পদক তিনি পেয়েছেন। যার পর খুশির জোয়ার বইছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় দেশের হয়ে জোড়া সোনা পেলেন উস্তির সৌরভ কুমার। থাইল্যান্ডে এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে কাপে এই পদক তিনি পেয়েছেন। যার পর খুশির জোয়ার বইছে এলাকায়।
advertisement

এই প্রতিযোগিতায় চিরাচরিত ও শৈল্পিক, দুই বিভাগে তিনি পদক পেয়েছেন। উস্তির ঘটকপুরের বাসিন্দা বছর সাতাশের এই যুবক পদক পাওয়ার পর বাড়িতে ফিরেছেন। এর পর তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হাজী মোবারক মোল্লা, সমাজসেবী সঞ্জীব মন্ডল-সহ অন্য ব্যক্তিরা।

ছোটবেলা থেকেই খেলাধুলা করতেন সৌরভ। পরে পুনের এক প্রতিষ্ঠান থেকে যোগশাস্ত্রে স্নাতক পাশ করেন, এর পর তিনি নাগপুর থেকে এমএসসি করেন। পরে একাধিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

advertisement

আরও পড়ুন- ‘আপনি দুম করে অবসর নিলেন কেন?’, গোপন কথা বলে দিলেন কোহলি! এতদিন পর ‘বিস্ফোরণ’

View More

এই প্রতিযোগিতায় সাফল্য অর্জন করার পর খুশি স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে সৌরভ কুমার জানান, অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন। তবে এখনও অনেক পথ চলা বাকি। আগামিদিনে দেশের হয়ে আরও পদক আনতে চান তিনি।

advertisement

বছরখানেক আগেও পঞ্জাবে জাতীয় প্রতিযোগিতায় সোনা, শ্রীলঙ্কায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় রূপো পেয়েছিলেন। আর এবার তিনি সাফল্যের চূড়ান্ত ধাপ অতিক্রম করেছেন। যার ফলে খুশি সকলেই। তাঁর কোনও সহযোগিতা লাগলে তাঁর পাশে এসে দাঁড়াবেন বলছেন অনেকেই। ভবিষ্যতে সৌরভ আরও অনেক পদক অর্জন করতে চান। দেশের হয়ে যোগাসনে প্রতিনিধিত্ব করার ইচ্ছাও রয়েছে সৌরভের‌।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক 

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yoga: যোগাসনে দেশের হয়ে জোড়া সোনা পেল বাংলার ছেলে, খুশির হাওয়া ডায়মন্ড হারবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল