জানা যাচ্ছে, দার্জিলিংয়ের সোনাদায় নিখোঁজ যুবকের নাম হিমাদ্রি পুরকাইত। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বলে খবর। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ।
আরও পড়ুনঃ যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ! ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত প্রায় ৪০, রাজ্য সড়কে স্তব্ধ যান চলাচল
advertisement
আজ রাতে শামীম আহমেদ দক্ষিণ কামারপোলে নিখোঁজ যুবকের বাড়িতে হাজির হন। হিমাদ্রির পরিবারের সঙ্গে কথা বলে নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত, দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। এই পরিস্থিতিতে সোনাদায় নিখোঁজ ডায়মন্ড হারবারের হিমাদ্রি। এই ঘটনায় ওই যুবকের পরিবারের সদস্যরা চিন্তায় রয়েছেন। গতকালের পর থেকে হিমাদ্রির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে খবর। এমতাবস্থায় তাঁর বাড়িতে প্রতিনিধি দল পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিমাদ্রির পরিবারের সঙ্গে দেখা করে তাঁকে দ্রুত উদ্ধারের আশ্বাস দেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামীম আহমেদ।