Road Accident: যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ! ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত প্রায় ৪০, রাজ্য সড়কে স্তব্ধ যান চলাচল
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Accident: স্থানীয়রা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি লরিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সড়ক দুর্ঘটনায় কমবেশি প্রায় ৪০ জন আহত হয়েছেন।
কাঁকসা, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ। দুর্ঘটনায় কমবেশি প্রায় ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এদিন পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কাঁকসার দু’নম্বর কলোনি এলাকায় এই পথ দুর্ঘটনা ঘটেছে।
এই সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ির মধ্যেই আটকে পড়েছিলেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় ক্রেনের সাহায্যে তাঁকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ পুজো মিটতেই বিপর্যয়! আরামবাগ-খানাকুলে বাড়ছে প্লাবনের আশঙ্কা, আতঙ্কে সাধারণ মানুষ
স্থানীয়রা জানিয়েছেন, পিকআপ ভ্যানটি পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে কাঁকসার দিক থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। উল্টো দিকে বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে একটি যাত্রীবাহী বাস আসছিল। সেই সময় পিকআপ ভ্যানটি লরিকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর জেরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
advertisement
advertisement
এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও পিকআপ ভ্যানটি অন্যত্র সরিয়ে রাজ্য সড়কে ফের যান চলাচল স্বাভাবিক করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 05, 2025 8:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ! ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত প্রায় ৪০, রাজ্য সড়কে স্তব্ধ যান চলাচল