স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্দির বাজার থানা এলাকার নিশাপুরের বাসিন্দা আনসার সরদারের স্ত্রী রেকসোনা বিবি গত এক বছর ধরে স্বামীকে ছেড়ে দিয়ে হটুগঞ্জের বাসিন্দা প্রেমিক সাহারুল বৈদ্যের সাথে থাকছিলেন। রবিবার পারুলিয়া কোস্টাল থানার হরিদেবপুর এলাকার এক বাড়িতে ছিলেন সাহারুল ও রেকসোনা।
আরও পড়ুন:মমতার হাতে আছে এক ছোটখাটো ‘কেষ্ট মণ্ডল’ও! নাম-তথ্য তুলে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর জেলায় অভিষেকের নির্দেশ অমান্য তৃণমূলেই, দলেই তীব্র শোরগোল! যা ঘটল, অবিশ্বাস্য
এই খবর পেয়ে রেক্সোনা বিবির স্বামী আনসার সরদার বাড়িতে গিয়ে দুজনের ওপর চড়াও হয়। পরে রেক্সোনা বিবি ও তার প্রেমিক শাহারুল বৈদ্য ধারালো অস্ত্র দিয়ে আনসার সরদারকে এলোপাথাড়ি কোপ মারে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিদেবপুর এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আনসার সরদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আনিশ উদ্দিন মোল্লা