আর পাঁচটা শহরের মত ডায়মন্ড হারবারেও বাড়ছে নির্মাণ। দ্রুত নগরায়নের ফলে গড়ে উঠছে একের পর এক বহুতল। ফলে অনেক সময়ই কোপ পড়ছে সবুজে। শহর জুড়ে গাছ কমতে থাকায় তাপপ্রবাহ বাড়ছে। এই পরিস্থিতিত ব্যাপকহারে সবুজায়নের পরিকল্পনা নেয় পুরসভা।
advertisement
এ নিয়ে ডায়মন্ড হারবার পুরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস বলেন, ‘আমাদের পুরসভার মুকুটে নতুন পালক যোগ হল। আমরা খুবই খুশি। আগামী দিনেও শহর জুড়ে বেশি করে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ পুরসভা সূত্রে খবর, শহরের মোট ৪৮টি পার্ক এবং দুটি বৃহদায়তন জলাশয়ের চারিপাশে বিভিন্ন ধরনের ফলের গাছ বসানো হচ্ছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
যার মধ্যে আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারার মত ফলের গাছ যেমন আছে, তেমন রয়েছে শাল, সেগুনের মত অর্থকরি গাছও রয়েছে। সব মিলিয়ে প্রায় ২৫ হাজার গাছ বসাতে চলেছে পুরসভা।বৃক্ষ রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য ২৬টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩০০ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ এবং পারিশ্রমিক প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে।
নবাব মল্লিক