জানা যায়, পরিবারের সঙ্গে রবিবারের ছুটিতে ডায়মন্ড হারবার ঘুরতে এসেছিল তারা। পরে ভেসেলে চেপে কুকড়াহাটি ঘুরতে যায় ফেরার পথে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে ভেসেল থেকে নদীতে পড়ে যায় ২ শিশু কন্যা। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ২ শিশু কন্যার খোঁজে তল্লাশি শুরু করেছে।
আরও পড়ুন : 'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'
advertisement
আরও পড়ুন : ক্রস প্যাসেজেই কি মরণফাঁদ? চিন্তায় নির্মাণকারী সংস্থার প্রযুক্তিবিদরা
নিখোঁজ পার্কাসার্কাসের তপসীয়ার ওই দুই শিশুকে খুঁজতে স্পিড বোর্ডে করে হুগলি নদীতে তল্লাশি শুরু করেছে প্রশাসন। ২ শিশুর খোঁজে রাতভর হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে তল্লাশি। সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ বোট নিয়ে হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ডুবুরি নামিয়ে তল্লাশি করলেও এখনও দুই শিশু কন্যার কোনও হদিস মেলেনি।
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সকাল থেকে আবারও তল্লাশি অভিযান শুরু করা হবে। ড্রোনের মাধ্যমেও নদীতে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই হুগলি নদী সংলগ্ন এলাকার থানাগুলোকেও এলার্ট করা হয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে তলিয়ে যাওয়া ২ শিশুকন্যা আতিফা পারভিন ও সিতারা নাজের পরিবারের বাকি সদস্যরা রাতেই ডায়মন্ড হারবারে পৌঁছন। একদিকে রাতের অন্ধকার অন্যদিকে হুগলি নদীর জোয়ার ভাটার স্রোতের কারণে উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের।
আনিশ উদ্দিন মোল্লা