আরও পড়ুন: দোরগোড়ায় শীত, তবু বাঁধ মানছে না ডেঙ্গি! জ্বর হলেই ডাক্তার দেখানোর পরামর্শ
পরিষেবা চালু হলে প্রতিদিন গড়ে কুড়ি থেকে পঁচিশ জন রোগী এখানে ডায়ালিসিস করতে পারবেন। এতদিন ডায়ালিসিসের জন্য কাকদ্বীপের প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ বা কলকাতার হাসপাতালে যেতে হত। নতুন ইউনিটটি চালু হলে এবার আর সেই কষ্ট করতে হবে না। এই বিষয়ে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন, মহকুমা এলাকায় এই প্রথম ডায়ালিসিস ইউনিট চালু হতে চলেছে। এতে প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষরা উপকৃত হবেন।
advertisement
রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক মন্টুরাম পাখিরা এই বিষয়ে হাসপাতাল সুপারের সঙ্গে একমত। তিনি জানিয়েছেন, ডায়ালিসিস চালু করার জন্য অনেকদিন ধরে চেষ্টা হচ্ছিল। এবার তা পূরণ হতে চলেছে। গরিব মানুষরা এর ফলে উপকৃত হবেন। এর সঙ্গে সিটি স্ক্যান, এইচডিইউ-১৮ বেডের পরিমাণ বাড়ানো, রাত্রি যাপনের জন্য আটচালার সেড, সৌন্দর্যায়নের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক






