দশঘরার মাদপুরের মাঠে একটি বাস দেখলে অনেকের মনে প্রশ্ন উঠতেই পারে কেন এই বাস হয়তো রাখা হয়েছে মাঠের মাঝখানে! আদতে ICDS সেন্টারের প্রতি ক্ষুদে পড়ুয়াদের আকর্ষণ ও চাহিদা বাড়াতে তৈরি হয়েছে একটি আস্ত বাস। দেখে মনেই হতে পারে কোনও বেসরকারি সংস্থার বাস হয়তো বেরিয়েছে তীর্থস্থান ঘুরতে। ১২ মিটার লম্বা ও ৪ মিটার চওড়া জায়গায় প্রায় ৩৫ জনের আসনের ব্যাবস্থা করা হয়েছে। আদতে বাসের মধ্যে প্রবেশ করলেই দেখা মিলবে চক, ডাস্টার ও বোর্ডের। ক্ষুদে পড়ুয়াদের ICDS সেন্টারের প্রতি আকর্ষণ বাড়াতেই এই ব্যবস্থা।
advertisement
নিদিষ্ট সময়েই অভিভাবকদের হাজির হয় ক্ষুদেরা। বাসের সিটের বদলে ফাঁকা জায়গার পড়ানো হয় A,B,C,D থেকে ক,খ,গ,ঘ। বাসের মধ্যে চারটি দেওলারের মধ্যে নানান ছড়া ও বাক্যের মাধ্যমে পাঠ দেওয়া হয় ক্ষুদেদের। এই সেন্টারে নির্মাণ সহায়ক মোহিত পোড়েল জানান, এটা এক ধরনের স্বাদ বদলের পদ্ধতি মাত্র। সাধারণ ICDS সেন্টারের মত না করে অন্য ধরনের সেন্টার মানুষের কাছে গ্রহনযোগ্য ও আকর্ষণীয় করার উপায়। যদিও সেন্টারে পাঠ দেবার পাশাপাশি বাসের পিছনের অংশে আছে রান্নাঘর। পাঠ নেবার পরে পেটভরে খাবারও মিলবে এই বাসে। বর্তমানে ICDS সেন্টারে অনেক অভিভাবকও তার সন্তানকে বলেন " চল মাদপুরের বাসে ঘুরে আসি।