TRENDING:

ভোট প্রচারেও ঢাকে কাঠি, শুধু দুর্গা পুজো নয়, ভোটের বাজারেও এখন ঢাকিদের রমরমা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উলুবেড়িয়া: ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর নয়। ভোটের। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এটাই সবচেয় বড় উৎসব। ভোটবাজারে পোয়া বারো ঢাকিদেরও। রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। তবু ভোটারদের নজর কাড়তে ডাক পড়ছে ঢাকেরই।
advertisement

ঢাকের গায়ে রাজনীতির রং নেই। ঢাকের বাদ্যি বোঝে না ভোটের বোলবুলি। চেনে না ভোট চাই, ভোট দিনের স্লোগান। ঢাক বোঝে খিদে আর রোজগার। নির্বাচনের আগে ভোটারদের ডাক পাঠানোর দায়িত্ব ঢাকেরই। তাই ধুলসিমলার সারাবছর চাষবাস, আর পুজোর কয়েক মাসের জন্য অপেক্ষার রুটিনে খানিকটা বদল।

ভোট সুযোগ করে দিয়েছে উপরি রোজগারের। প্রায় প্রতিদিনই ডাক মিলছে কোনও না কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে। ধুলসিমলার লক্ষ্মীকান্ত রুইদাস, লেবা রুইদাসরাও তাই সবসময় তৈরি। সব দলের হয়েই ঢাক বাজান তারা। সব রঙের জন্যই বোল তোলেন কাঠিতে।

advertisement

ভোটের সৌজন্যে ঢাকি পাড়ায় খুশির হাওয়া। সকাল থেকে শুরু প্রচারের প্রস্তুতি। অফ সিজনে ঢিমে তালে জিরিয়ে নেওয়া নয়। উলুবেড়িয়ার ধুলসিমলা গ্রামের রুইদাস পাড়ার ঢাকি মহলে সাজো সাজো রব।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রচারের বরাত পেলেই ঢাক কাঁধে বেরিয়ে পড়ছে ১০-১২ জনের দল। জন প্রতি রোজগার ২০০ থেকে ২৫০ টাকা। দলের নাম বা রাজনীতির রঙের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই। রুইদাস পাড়ার ঢাকিদের এখন একটাই লক্ষ্য। ২৩ মে পর্যন্ত যতটা পারা যায় রোজগার সেরে ফেলা। পেট বলে কথা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোট প্রচারেও ঢাকে কাঠি, শুধু দুর্গা পুজো নয়, ভোটের বাজারেও এখন ঢাকিদের রমরমা