TRENDING:

১০৮ কলসি জল দিয়ে অভিষেক, রাত ১২টায় মহা আরতি! জন্মাষ্টমীতে দিঘা জগন্নাথ মন্দিরে আর কী কী আয়োজন?

Last Updated:

প্রথম বছর জন্মাষ্টমীতে মদনমোহনের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ভক্তরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা, সৈকত শীঃ ভক্তি, আনন্দ এবং ঈশ্বর প্রেমে এই প্রথম দিঘা জগন্নাথ ধামে আয়োজিত হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে দিঘা জগন্নাথ ধামে এলাহি আয়োজন করা হয়েছে। ১৬ অগাস্ট জন্মাষ্টমীর দিন মাঝরাত পর্যন্ত চলবে ভক্তিমূলক কার্যক্রম। এদিন সকাল থেকেই শুরু হয়েছে মঙ্গল আরতি নাম সংকীর্তন পুজো পাঠ। রীতিমত ধুমধাম করে পালন করা হচ্ছে জন্মাষ্টমী। রাধা-কৃষ্ণের অভিষেক সহ একাধিক অনুষ্ঠান পালন হচ্ছে। এই জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জগন্নাথ ধামে বহু ভক্তের সমাগম হয়েছে।
advertisement

প্রথম বছর জন্মাষ্টমীতে মদনমোহনের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে পারবেন ভক্তরা। জন্মদিনে মদনমোহনের অভিষেকের জন্য নিয়ে আসা হয়েছে ১০৮ তীর্থক্ষেত্রের জল। সেই জল ঢেলে ভগবানের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকছে। সেই জন্য আগাম মন্দিরের ফোন নম্বরে নাম লেখাতে পারবেন ভক্তরা। জন্মাষ্টমীর দিন সারাদিন ভক্তিমূলক কার্যক্রমে মুখরিত হয়ে উঠছে গোটা জগন্নাথ ধাম। ইতিমধ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমীর অনুষ্ঠানের শুরু হয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ লেগেই থাকত দুর্ঘটনা, মুক্তি পেতে ট্রেন আটকে অকাল বিশ্বকর্মা পুজো! কোথায়, কখন হয় জানেন?

ইসকন সন্ন্যাসীদের দ্বারা তৈরি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় নাড়ু। মন্দির সূত্রে খবর, জন্মাষ্টমীর দিন মাঝ রাতে মদনমোহন জিউকে অর্পণ করা হবে ১০০৮টি নারকেল নাড়ু। সঙ্গে থাকছে বাংলার বিভিন্ন প্রান্তের নানা ধরনের মিষ্টান্ন।

advertisement

পুজো পাঠের পর সেই সমস্ত নাড়ু এবং মিষ্টান্ন ভক্তদের মধ্যে বিতরণ করা হবে। জন্মাষ্টমীর দিন সকাল থেকেই শুরু হয়েছে যাবতীয় আচারবিধি। দিনভর চলবে মঙ্গল আরতি এবং কীর্তন। অন্যান্য দিন রাত্রি ৯টায় মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও জন্মাষ্টমীর বিশেষ পুজোতে ১২টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মন্দিরের দুয়ার। তিথি মেনে এক এক করে চলবে জন্মাষ্টমীর নানা কার্যকলাপ। রাত্রি ১২টায় হবে মহা আরতি।

advertisement

আরও পড়ুনঃ জন্মাষ্টমীতে চাকলা ধামে ভক্তদের ভিড়! কীসের টানে ছুটে আসছে মানুষ? জানলে আপনিও যেতে চাইবেন!

দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, এদিন ভগবানকে ১০০৮টি নাড়ু অর্পণ করা হবে। এছাড়াও দিনভর চলবে বিভিন্ন রকম ভক্তিমূলক অনুষ্ঠান। ইতিমধ্যে জন্মাষ্টমীর আচার বিধি শুরু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে ১০৮টি কলসের জল দিয়ে অভিষেক করা হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দিঘা জগন্নাথ মন্দিরের জন্মাষ্টমীর উৎসবে শামিল হতে বহু ভক্তের সমাগম হয়েছে। মধ্যরাতে ৫৬ ভোগ নিবেদন করা হবে। তারপর মহা আরতি ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। মূলত প্রথম বছর দিঘা জগন্নাথ ধামে জন্মাষ্টমীর অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমেছে দিঘায়। নিরাপত্তা সুনিশ্চিত করতে জগন্নাথ ধাম চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা যাতে নির্বিঘ্নে দর্শন করতে পারেন, তার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১০৮ কলসি জল দিয়ে অভিষেক, রাত ১২টায় মহা আরতি! জন্মাষ্টমীতে দিঘা জগন্নাথ মন্দিরে আর কী কী আয়োজন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল