TRENDING:

Howrah News: মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে!

Last Updated:

কোটি টাকা ব্যয়ে সাঁকরাইল হাজী এসটি হাসপাতাল সেজে উঠছে, হাসপাতালে মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ পরিষেবায় চালু হবে ১০ টি বেড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: আমূল পরিবর্তন সাঁকরাইল হাজী এস.টি. হাসপাতালে! ধুলাগড় চাঁপাতলা আন্দুলসহ বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার ভরসা হাওড়ার সাঁকরাইলের এই হাসপাতাল। হাসপাতালে অন্তঃ বিভাগ এবং বহিঃ বিভাগ পরিষেবা নিতে আসেন এখানে মানুষ। বিগত দিনে বহিঃ বিভাগে চিকিৎসা করতে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা, হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ইলেকট্রিক ব্যাহত হবার ঘটনা ঘটেছে এই হাসপাতালে। এবার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।
advertisement

কোটি টাকারও বেশি ব্যয় করে হাসপাতালের উন্নয়ন। ভোল বদলে দেওয়া হচ্ছে হাজী এসটি হাসপাতালের, উন্নয়নের কাজ চোখে পড়বে হাসপাতালে প্রবেশদ্বার থেকেই। তৈরি হচ্ছে মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ যেখানে ১০ টি শয্যা থাকবে। এস টি হাসপাতালে এতদিন মোট ২৪ টি শয্যা ছিল। সব মিলিয়ে শয্যার সংখ্যা হয়ে দাঁড়াল ৩৪ টি।

আরও পড়ুন: কঠিন তরল বর্জ্য প্রক্রিয়াকরণে হাওড়ার এই পঞ্চায়েত দেখাচ্ছে সফলতার পথ!

advertisement

সাঁকরাইল হাজী এসটি হাসপাতালে মা ও শিশুর জন্য মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ, অ্যান্টি নেটাল ক্লিনিক এখানে গর্ভাবস্থায় মা ও শিশুর সুবিধার পাবেন। বিনামূল্যে এক্সরে পরিষেবা পেতে চলেছে মানুষ। হাসপাতালের অন্তর্বর্তী বিভিন্ন পরিবর্তনের পাশাপাশি হাসপাতাল চত্বরে নতুন করে রাস্তা নির্মাণ মা এবং রোগীদের হাসপাতালে আসা যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সুবিধা করবে।

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক ইমন গুড়ে জানান,মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ এবং অ্যান্টি নেটাল ক্লিনিক, অন্তঃ বিভাগের কাজ এবং হাসপাতাল চাঁদপুরের উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে। এক্সরে মেশিন বসানোর শুরু হয়েছে। অন্যদিকে সিজার ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার সাঁকরাইল হাজী এস টি হাসপাতালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল