ঘটনাস্থলে ইতি মধ্যেই পৌঁছে গিয়েছেন মন্ত্রী সুজিত বসু। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই আগুন লেগেছে বলে সূত্রের খবর।
মেয়ের বিয়ের গহনা থেকে মাধ্যমিকের বই পত্র, আগুনের গ্রাসে পুড়েছে সবকিছু। হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, আগুনে ক্ষতিগ্রস্থদের স্থানীয় স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৪৫০ মানুষকে আশ্রয় দেওয়া হবে বলেই জানা গিয়েছে। পুনর্বাসন একই জায়গায় হবে না অন্য জায়গায় হবে পরে জানানো হবে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, নতুন করে আগুন ছড়ানোর আশঙ্কা নাই। ডিআইজি (ফায়ার) অভিজিৎ পাণ্ডে জানালেন, ‘‘১৫ টি দমকল কাজ করছে, সাধারণ মানুষের রাস্তা দিয়েই দমকলকে আসতে হয়। দেরি করে দমকলের আসার অভিযোগ ওড়ালেন তিনি।’’
দেবাশিস চক্রবর্তী
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 8:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Fire: হাওড়ায় বিধ্বংসী আগুন! প্রবল ঠান্ডায় ছাদ হারালেন কয়েকশো মানুষ, ঘটনাস্থলে ১৫ টি দমকল