কারণ ওই কাপড়ের দোকান থেকে আশপাশের সমস্ত দোকানগুলিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন অনেকে। যদিও দমকলের তৎপরতায় বড় এড়ানো গিয়েছে। তবে যে কাপড়ের দোকানে আগুন লেগেছিল, সেখানে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ সামনে আসেনি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। যদিও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে ওই দোকানের মালিক। দোকানে মজুত করে রাখা বিভিন্ন নামিদামি জামা কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের ফলে এই বড়সড় ক্ষতির পর কার্যত মুছরে পড়েছেন তিনি। দোকানের মালিক জানিয়েছেন, তিনি যখন সকালে দোকান খুলতে আসেন, তখনই তিনি এই আগুন দেখতে পান। দ্রুততার সঙ্গে তিনি দমকলে খবর দেন।
কারণ এই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। কিন্তু কাপড়ের দোকানের লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক ঘন্টা সময় লেগেছে দমকল কর্মীদের।
আরও পড়ুন: ফোন সময়ে আপডেট করছেন না? বড় ক্ষতি হচ্ছে! বিস্ফোরণ হতে পারে কী? ৯৯%ই করছেন বিরাট ভুল
এই অগ্নিকাণ্ডের ফলে কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল এলাকা। অন্যদিকে দমকল বাহিনীর তৎপরতায় এই আগুন আশপাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়তে পারেনি। যে কারণে কিছুটা স্বস্তি পেয়েছেন দুর্গাপুর স্টেশন বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
নয়ন ঘোষ