আরও পড়ুনঃ ‘ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল…’ ঐশ্বর্যের জন্য ২ রাত ঘুমহারা অমিতাভ! কী এমন ঘটেছিল
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ আগুন লাগানোর ফলেই এই ঘটনা ঘটতে পারে অথবা মাঠের শুকনো উলু বণ থেকে আগুন লাগতে পারে। তবে, প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজেই জোর দিয়েছে পুলিশ কর্মীরা। এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি কোন দমকলের কর্মীরা। ঝড়খালিতে আগুন, একটি বহুজাতিক সংস্থার রিসর্টের পিছনে ভয়াবহ আগুনে এলাকায় আতঙ্ক। ঝড়খালী অ্যানিম্যাল পার্কের পাশেই অগ্নিকাণ্ড।
advertisement
আরও পড়ুনঃ বিনা পয়সায়, মাত্র ৫ টিপসেই বাড়বে পুরুষত্ব! হার্ট থাকবে ফুরফুরে, আজই মানতে শুরু করুন
ভয়াবহ আগুনে আশপাশের ম্যানগ্রোভ গাছ ও পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ ও স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাজ শুরু করেছেন। তবে আগুনের তীব্রতা অনেকটাই বেশি ও হওয়া থাকার কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনও।