Male Fertility: বিনা পয়সায়, মাত্র ৫ টিপসেই বাড়বে পুরুষত্ব! হার্ট থাকবে ফুরফুরে, আজই মানতে শুরু করুন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Male Fertility: এই কয়েকটি অভ্যাস জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। বিশেষ কিছু নিয়ম মেনে চললে শরীর হয়ে উঠবে একেবারে সুস্থ এবং সতেজ। তাই ডাক্তার মিলটন বিশ্বাস বিশেষ কিছু নিয়ম মেনে চলার কথা বলছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
সারাদিনে তিন থেকে সাড়ে তিন লিটার জল খেতে হবে, এর ফলে শরীর ভাল থাকবে। আদা, জিরে, মৌরি, দারচিনি গুঁড়ো করে এক গ্লাস গরম জল জলে এক চামচ গুলে খেলে শরীর থেকে এক্সট্রা চর্বি ঝরে যাবে। এছাড়াও রোজ সকালে চেষ্টা করতে হবে রাত্রিবেলা ভিজিয়ে রাখা বাদাম সকালে এক মুঠো করে খেতে। এটাও শরীরের জন্য অনেক উপকারী।
advertisement