TRENDING:

Fire at Government Office: সরকারি দফতরে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই একাধিক নথি! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন

Last Updated:

Fire at Government Office: আসানসোলে সরকারি দফতরে ভয়ানক আগুন। মাঝরাত থেকে পুড়েছে গোটা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোলঃ আসানসোলে সরকারি দফতরে ভয়ানক আগুন। মাঝরাত থেকে পুড়েছে গোটা দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতর। যাবতীয় সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। সোমবার রাতে লাগে বিধ্বংসী আগুন। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের ১০ থেকে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রাতভর চেষ্টা করেছে দমকলের ১২টি ইঞ্জিন।
সরকারি দফতরে বিধ্বংসী আগুন। প্রতীকী ছবি
সরকারি দফতরে বিধ্বংসী আগুন। প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ উন্নত প্রযুক্তি ব্যবহারে ধান চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, চারা রোপন হচ্ছে মেশিনে

দুর্গাপুর সিটি সেন্টারের কাছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দফতরে সোমবার মাঝরাতে আগুন লাগে। রাত ২টোর সময় ঘটনাস্থলে যায় বিশাল দমকল বাহিনী। তবে, সময়ের সঙ্গে সঙ্গে তাদের ইঞ্জিনের সংখ্যা বাড়তে হয়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় দফতরের অধিকাংশ ঘরগুলিকে। বাইরে থেকে জানলা দিয়ে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। হোস পাইপ দিয়ে জল দেওয়া হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আগুন লাগার খবর পেয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। গিয়েছেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়ও। রাতে দফতরে কোনও কর্মী ছিল না। তবে অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু গুরুত্বপূর্ণ সরকারি নথি নষ্ট হয়েছে। কী থেকে আগুন লাগল, স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত শুরু করা হবে। তদন্তেই আসল কারণ জানা যাবে বলে দাবি দমকল কর্মীদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire at Government Office: সরকারি দফতরে বিধ্বংসী আগুন,পুড়ে ছাই একাধিক নথি! ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল