দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হয়েছে বহু কাঙ্ক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান-এর কাজ। আগামী তিন বছরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। ঘাটালে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে এসে এই ঘোষণা করেন ঘাটালের সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী। বর্তমানে চলতি বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের কারণে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।
advertisement
প্রতিবছরের মতো এবারও ঘাটালের মানুষ বানভাসি পরিস্থিতির মুখোমুখি। এবারের সমস্যা আরও আগেভাগেই দেখা দিয়েছে। ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে পড়ে, ঘাটালের মানুষকে আরও বেশি সমস্যায় ফেলেছে। এই পরিস্থিতির মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে ঘাটালে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম, জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা, পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলি কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ একাধিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকেরা।
সাংসদ দেব বৈঠক শেষে বলেন, “ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন। আমি কথা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি রক্ষা করার পথে এক বড় পদক্ষেপ আজ থেকে শুরু হয়েছে। আগামী তিন বছরের মধ্যেই প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, “গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি সাপের কামড়ের মতো বিপজ্জনক দুর্ঘটনাগুলির দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আলাদা ব্যবস্থা করা হয়েছে।” ঘাটাল মাস্টার প্ল্যান মূলত বন্যা নিয়ন্ত্রণ ও জল নিষ্কাশনের উপর ভিত্তি করে তৈরি একটি উচ্চ-মূল্যের পরিকাঠামোগত প্রকল্প।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার দল মোতায়েন করা হয়েছে, ত্রাণ শিবির তৈরি রাখা হয়েছে, দুর্বল এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে। এদিনের বৈঠক ঘাটালের মানুষের মনে আশার আলো জাগিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন যে প্রকৃত অর্থেই এবার তাঁদের সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।





