TRENDING:

Dev-Ghatal: 'সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!' ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন

Last Updated:

Dev-Ghatal: ফলাফল ঘোষণার দু'মাস পর তিনি রাজনীতির বিভিন্ন কাজকর্ম করবেন, তারপরে আবার সিনেমায় অভিনয় শুরু করবেন দেব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আমাদের প্রথম লক্ষ মানুষকে শান্তিতে রাখা মানুষকে আগলে রাখা। সবুজ আবির লাগিয়েছি মানে ভোটে জিতে গেছি তা নয়, এটা মানুষের তিন মাসের আবেগ পরিশ্রমের উল্লাস। ভোট পর্ব মিটতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা দুবারের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শনিবার ছিল রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন। এই নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই প্রতিদ্বন্দ্বী হিরণ এবং দেব।
advertisement

এদিন সকাল থেকে ঘাটাল থেকে সবং, পিংলা থেকে কেশপুর ছুটেছেন দেব। কথা বলেছেন মানুষের সঙ্গে। সুপারস্টার দেবকে পাশে পেয়ে সেলফিও তুলতে দেখা যায় বেশ কয়েকজনকে। তবে মানুষের ভোট নিয়ে জয়ের বিষয়ে আশাবাদী থাকলেও শনিবার ছিল দুই প্রার্থী অগ্নিপরীক্ষা।সামনে রয়েছে সিনেমার শুটিং, সাংবাদিক বৈঠকে জানালেন তিনি। ফলাফল ঘোষণার পর দুমাস পর তিনি রাজনীতির বিভিন্ন কাজকর্ম করবেন, তারপরে তিনি আবার সিনেমায় অভিনয় শুরু করবেন বলে জানিয়েছেন দেব।

advertisement

আরও পড়ুন: দিঘা যাওয়ার একাধিক ট্রেন বাতিল! আসছে ঘূর্ণিঝড় রিমল! কতদিন, কী কী ট্রেন চলবে না? জানুন

নির্বাচনের দিন ঘোষণার পর বিভিন্ন জায়গায় প্রচার করেছেন তিনি। কাউকে ব্যক্তিগত আক্রমণ নয় এবং বিভিন্ন সময়ে এলাকায় শান্তির বার্তা দিয়েছেন তিনি। ফের একবার জয়লাভ করার পর প্রথমে ঘাটাল মাস্টারপ্ল্যান এবং চন্দ্রকোনা রেললাইন নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। বিক্ষিপ্ত বেশ কিছু ঘটনা ছাড়া প্রায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে জেলা জুড়ে। এর আগে কেশপুরে মৃত্যু পর্যন্ত হয়েছে। তবে এবারে রক্ত ঝরেনি এই বিধানসভা থেকে। সে বিষয়ে মুখ খুলেন দেব। স্বাভাবিকভাবে মোটের উপর নির্বিঘ্নে শেষ হল নির্বাচন, কে জয় পায় তা বলবে সময়!

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিক জমা দিলেই উপহার! পরিবেশ বাঁচাতে শহরে অভিনব উদ্যোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev-Ghatal: 'সবুজ আবির লাগিয়েছি মানে, ভোটে জিতে গেছি, তা নয়!' ভোট মিটতেই কেন বললেন দেব? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল