এই কোড স্মার্টফোনে স্ক্যান করলেই ছাত্রীরা পেয়ে যাবে প্রতিটি মনীষীর জীবনের নানা ঘটনা। নতুন এই উদ্যোগে খুশি সকলে। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বসান হয় মনীষীদের মূর্তি। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠান একসঙ্গে ১১ টি মূর্তি বসান হয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠে। এবার ছাত্রীদের মনীষীদের সম্পর্কে ধারণা দিতে এবং তাদের জীবন সংগ্রাম জানাতে মূর্তির গায়ে সাঁটান হল কিউআর কোড। বিদ্যালয়ের সামনে মনীষীদের মূর্তি প্রতিদিনই দেখতে পাচ্ছে ছাত্রীরা। বই থেকে মনীষীদের সম্পর্কে জানছে। তবে, বিস্তারিত তাঁদের সামনে অজানা। এবার মোবাইলের মাধ্যমেও মনীষীদের জীবন সম্পর্কে জানতে পারবে তাঁরা।
advertisement
সেই লক্ষ্যেই এমন ভাবনা বিদ্যালয়ের। বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ, নজরুল সহ মোট ১১ জন মনীষীর পাথরের মূর্তি উদ্বোধন করা হয়। অন্যদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সেই অনুষ্ঠানে তিনি পরামর্শ দিয়েছিলেন প্রতিটি মনীষীর মূর্তিতে কিউআর কোড লাগানোর। সেই আবেদন মেনে নিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ছাত্রীরা কিউআর স্ক্যান করলে দেখতে পাবে মনীষীদের সংক্ষিপ্ত জীবন কথা এবং একটি করে বাণী।
রয়েছে পিডিএফ, চাইলে তাঁরা ডাউনলোড করে পরেও পড়তে পারবে। শুধু ছাত্রীরা নয়, বিদ্যালয়ে আসা অভিভাবক কিংবা অন্যরাও কিউআর স্ক্যান করে পাবেন এই তথ্য। বিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তুলেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. লক্ষ্মী দাস অট্ট। এবারও এক অভিনব ভাবনা ও নব সংযোজন তার। সহযোগিতা করেছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা ও কর্মীরা। বিদ্যালয়ের এমন অভিনব আয়োজনে খুশি শিক্ষামহল। এমন এক সিদ্ধান্ত নজর কেড়েছে সকলের।
রঞ্জন চন্দ