আরও পড়ুন: জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ, তবে সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা
জেলার বসিরহাট মহকুমার কয়েক হাজার হেক্টর এলাকা জুড়ে পাট চাষ হয়। এবছর পাট চাষে ভালফলন হলেও অন্যান্য বছরে তুলনায় মন প্রতি পাটের দাম অনেকটাই কম। অন্যান্য বছর মন প্রতি পাট ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত। কার্যত অন্যান্য বছর তুলনায় এ বছর পাটের দাম অনেকটাই কম। পাট চাষের পর, পাট কাটা, পচানো, ছাড়ানো সহ একাধিক পদ্ধতির মাধ্যমে চাষীদের পাট প্রস্তুত করতে হয়। যেখানে খরচের মূল্য অনেকটাই বেড়ে যায়। কিন্তু এবছর পাটের দাম কম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের।
advertisement
প্রতি বছরের মতো এবছরও আশা নিয়ে পাটের আবাদ করেছে তাঁরা। তবে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। এ পরিস্থিতিতে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করা সহ পাটে ভর্তুকি দিতে সরকারের সুনজর প্রয়োজন বলে মনে করছে এলাকার কৃষকরা।
জুলফিকার মোল্যা