TRENDING:

Jute Cultivation: পাটের ফলন প্রচুর, কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পাট চাষীদের

Last Updated:

Jute Cultivation: পাট চাষ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর যে খরচ তা পাট বিক্রি করে সামান্য কিছুই থাকছে। পাটের দাম কম থাকায় পাট হয়ে উঠেছে কৃষকের এক সমস্যা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: রাজ্যের অন্যতম প্রধান অর্থকরী ফসল পাট, আর এই পাট চাষে অন্যতম উৎপাদনশীল জেলা উত্তর ২৪ পরগনা। এই জেলায় চলতি মৌসুমে পাটের ভালফলন হলেও দাম নিয়ে হতাশ চাষিরা। পাট চাষ, জাগ দেওয়া, আঁশ ছাড়ানোর যে খরচ তা পাট বিক্রি করে সামান্য কিছুই থাকছে। পাটের দাম কম থাকায় পাট হয়ে উঠেছে কৃষকের এক সমস্যা। না পারছেন ফেলতে, না পারছেন ভালদামে বিক্রি করতে। ফলে অনেকেই আগামী বছর পাট চাষ থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।
advertisement

আরও পড়ুন: জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ, তবে সিঁদুরে মেঘ দেখছেন মৃৎশিল্পীরা

জেলার বসিরহাট মহকুমার কয়েক হাজার হেক্টর এলাকা জুড়ে পাট চাষ হয়। এবছর পাট চাষে ভালফলন হলেও অন্যান্য বছরে তুলনায় মন প্রতি পাটের দাম অনেকটাই কম। অন্যান্য বছর মন প্রতি পাট ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ১৫০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত। কার্যত অন্যান্য বছর তুলনায় এ বছর পাটের দাম অনেকটাই কম। পাট চাষের পর, পাট কাটা, পচানো, ছাড়ানো সহ একাধিক পদ্ধতির মাধ্যমে চাষীদের পাট প্রস্তুত করতে হয়। যেখানে খরচের মূল্য অনেকটাই বেড়ে যায়। কিন্তু এবছর পাটের দাম কম হওয়ায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের।

advertisement

প্রতি বছরের মতো এবছরও আশা নিয়ে পাটের আবাদ করেছে তাঁরা। তবে উৎপাদিত পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। এ পরিস্থিতিতে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার মনিটরিং করা সহ পাটে ভর্তুকি দিতে সরকারের সুনজর প্রয়োজন বলে মনে করছে এলাকার কৃষকরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jute Cultivation: পাটের ফলন প্রচুর, কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পাট চাষীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল