গ্রামবাসীদের অভিযোগ, ড্রেন তৈরি হলেও নির্মাণ কার্যের সময় থেকেই ওই ড্রেন দিয়ে জল যেত না। যদিও সেই সময় পুরোনো জাতীয় সড়কের পাশ দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যেত। কিন্তু বর্তমানে একেবারে নতুন ভাবে তৈরি হয়েছে ১৮ নম্বর জাতীয় সড়ক। এই সড়কের উচ্চতা বেড়ে গিয়েছে। বেশ খানিকটা চওড়াও হয়েছে। যার কারণে জাতীয় সড়কের পাশ দিয়ে জল বেরোনোর পথ বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন: সিমেন্টের দক্ষতায় মিশে গেল তুলির টান, অনন্তের মূর্তি এখন পাড়ি দিচ্ছে নেপালেও
আর তাতেই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তাদের। শুধু এই বর্ষায় নয়। প্রত্যেক বছর বর্ষা এলে চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। গ্রামের একাধিক বাড়ি মাটি দিয়ে তৈরি। তাই অনেকেই বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। এ সমস্যা যাতে সমাধান করা হয় তার আর্জি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন: একের পর এক আগুন লাগার ঘটনা আলামপুরে এবার সিদ্ধান্ত নিতে চলেছে স্থানীয় পঞ্চায়েত!
এ বিষয়ে বলরামপুর ব্লক সভাপতি কাল্লাবতি কুমার বলেন, গ্রামবাসীদের এই সমস্যার কথা তারা জানেন। নবনির্মিত জাতীয় সড়ক হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
এই জল জমার কারণে নানান সমস্যার মধ্যে পড়েছেন পুরুলিয়ার বলরামপুর ব্লকের উরমা হাটতলা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের এই সমস্যা কবে সমাধান হয় সেটাই এখন দেখার বিষয়।