TRENDING:

Dengue: ডেঙ্গিতে ছারখার! স্কুলের মাঠই মশার আঁতুরঘর! আতঙ্কে স্কুল যাওয়ায় অনীহা পড়ুয়াদের

Last Updated:

Dengue: খেলার মাঠ পরিণত হয়েছে ডোবায়। স্কুলের মাঠ জঞ্জাল, মদের বোতলে ভর্তি। যার কারণে ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে সামশেরগঞ্জে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ খেলার মাঠ পরিণত হয়েছে ডোবায়, এ ছাড়াও স্কুলে জঞ্জালের স্তুপ ও মদের বোতলে ভর্তি। যার কারণে ডেঙ্গির আতঙ্ক তৈরি হয়েছে সামশেরগঞ্জে। ফলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্র ও ছাত্রীদের। কিন্তু হুশ নেই প্রশাসনের।
advertisement

ইতিমধ্যেই ডেঙ্গি রোগীর সংখ্যা বৃদ্ধি হচ্ছে রোজ। মুর্শিদাবাদের বড়ঞাতে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে ডেঙ্গির হটস্পট মুর্শিদাবাদ জেলা। ফলে ডেঙ্গির প্রকোপে ধুঁকছে যখন গোটা রাজ্য ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের সাহেবনগর হাই স্কুলের চারিদিকে নোংরা আবর্জনায় ভরে রয়েছে।

আরও পড়ুনঃ কমল যাতায়াতের সময়, আমূল বদলাল গুয়াহাটি-ডিব্রুগড়-শিলচরগামী ট্রেনের সময়সূচি, রইল নয়া তালিকা

advertisement

স্কুলের সামনে মাঠে জমে রয়েছে পচা জল, খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে স্কুলের সকল পড়ুয়ারা। কোনরকম হুঁশ নেই প্রশাসনের। ফলে নোংরা আবর্জনার পাশেই ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের, তাতে নাজেহাল তারা। অচলাবস্থা তৈরি হয়েছে স্কুলে। জল জমে স্কুলের মাঠ হয়েছে আস্ত ডোবা।

View More

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের সাহেবনগর হাই স্কুলের চারদিকেই রয়েছে নোংরা আবর্জনার স্তূপ। স্কুলের সামনেই মাঠে জমে রয়েছে পচা জল অতিষ্ঠ হয়ে উঠেছে স্কুল পড়ুয়ারা। স্কুল যাতায়াতে অসুবিধার সম্মুখীন ও খেলাধুলা থেকে বঞ্চিত হতে হচ্ছে পড়ুয়াদের। গ্রামে খেলার মাঠটি একমাত্র হলেও খেলা থেকে বঞ্চিত হতে হয় পড়ুয়াদের।

advertisement

স্কুল কর্তৃপক্ষর অভিযোগ, ওই এলাকার স্থানীয় মানুষজন থেকে শুরু করে নাপিত-সহ বহু দোকানদার আবর্জনা ফেলে যায় স্কুলের জানালার ধারে। স্কুলের মাঠ ঘেরার সময় বাধা দিয়েছিল তারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের সামনের মাঠটি মাটি দিয়ে উঁচু করে দেওয়াল দিয়ে ঘিরে নেওয়ার ব্যবস্থা গ্রহন করলেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে। স্কুলের এই দীর্ঘদিনের সমস্যার সমাধান কি মিলবে সেদিকে তাকিয়ে স্কুলের প্রায় ৬০০০ ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: ডেঙ্গিতে ছারখার! স্কুলের মাঠই মশার আঁতুরঘর! আতঙ্কে স্কুল যাওয়ায় অনীহা পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল