TRENDING:

Dengue: ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু'জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা

Last Updated:

Dengue Outbreak: রাজপুর-সোনারপুর এলাকায় একই পরিবারের দু'জনের ডেঙ্গিতে মৃত্যু। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ স্থানীয়দের। অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: ডেঙ্গির মারণ ছোবল। রাজপুর-সোনারপুরে একই পরিবারের দু’জনের মৃত্যুতে ছড়াল আতঙ্ক। পুর পরিষেবার খামতি নিয়ে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে ডেঙ্গিতে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন।
ডেঙ্গিতে একই পরিবারের দু'জনের মৃত্যুতে আতঙ্ক
ডেঙ্গিতে একই পরিবারের দু'জনের মৃত্যুতে আতঙ্ক
advertisement

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়মিত নর্দমা পরিষ্কার না হওয়া ও পুরসভার গাফিলতির ফলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রেনিয়া ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বন্দনা সরদার (৪৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে মারা যান। এর আগে চলতি মাসের ৬ তারিখে একই পরিবারের সদস্য বিপ্লব সরদার (৪৫) মৃত্যুবরণ করেন একই কারণে।

advertisement

আরও পড়ুনঃ বন্ধুর হাতেই বলি বন্ধু! দেগঙ্গায় খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্ৰেফতার, ঠিক কী ঘটেছিল মদের আসরে?

পরপর দুই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর। তাঁর দাবি, পুরসভার নর্দমার কোথাও জল জমে নেই। ঘিঞ্জি এলাকায় মাটির বেড় দেওয়া সেপটিক ট্যাঙ্কের জল উপচে পড়ায় সমস্যার সৃষ্টি হচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই এমনটা ঘটছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার কবল থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল পুজো, পূর্ব মেদিনীপুরের গ্রামে আজও অকালেই কালীপুজো
আরও দেখুন

যদিও বাসিন্দাদের দাবি, পুর পরিষেবার খামতির জেরেই দাপিয়ে বেড়াচ্ছে ডেঙ্গি মশা। এখন গোটা এলাকায় নেমেছে আতঙ্কের ছায়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dengue: ডেঙ্গির মারণ ছোবল! একই পরিবারের দু'জনের মৃত্যু সোনারপুরে! প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল