পরিস্থিতির ওপর নজরদারি চলছে। বাড়ি বাড়ি খোঁখবর নিতে হাজির হচ্ছেন স্বাস্থ্য কর্মীরা। উত্তর ২৪ পরগনা বসিরহাট, সুন্দরবন লাগোয়া সন্দেশখালি এলাকায় জ্বরের সংখ্যা বাড়ছে দিন দিন। সেই ব্যাপারে আশঙ্কা প্রকাশ করলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অরুন কুমার সামন্ত। তিনি বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের নির্দিষ্ট তালিকা তৈরি করছেন ও সচেতনতার বার্তা দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন : আদরের অছিলায় শিশু নিয়ে চম্পট, ১৮ দিনের একরত্তি কোলছাড়া! বর্ধমানে তুমুল হইচই, শেষে পুলিশের ফাঁদে মা-মেয়ে
শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের নমুনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এদিন সন্দেশখালির গাজীখালীতে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসিয়ে জ্বরের সতর্ক বার্তা দিয়েছেন ব্লক আধিকারিক নিজে।
আরও পড়ুন : বেলাইনের টোটোকে লাইনে ফেরাতে বড় পদক্ষেপ রাজ্যের! ‘এই’ নিয়ম না মানলে সব শেষ
সন্দেশখালি জুড়ে জ্বরের আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সন্দেশখালি ব্লক হাসপাতালে ভর্তি জ্বরে আক্রান্ত বহু রোগী। তারওপর আবহাওয়ার বদল হচ্ছে। যে কারণে এই সময় ডেঙ্গু জ্বর আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। ডেঙ্গুর প্রবণতা যাতে আতঙ্ক তৈরি না করতে পারে তার জন্যেই এলাকার মানুষের উদ্দেশ্যে ব্লক আধিকারিকের এই বক্তব্য।