জানা গিয়েছে, দমদম পুরসভার উত্তর বাদরা এলাকার বাসিন্দা বছর ২৬ এর সিদ্ধার্থ বালা জ্বর নিয়ে সোমবার বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু মঙ্গলবার সকালেই মৃত্যু হয় ওই যুবকের। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ্য রয়েছে বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে।মৃতের পরিবারের দাবি, এলাকায় পরিস্কার পরিচ্ছন্ন থাকলেও গত চার-পাঁচ দিন ধরেও সিদ্ধার্থের জ্বর হয়। পুরসভা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, ডেঙ্গি পরীক্ষা ও টাইফয়েড পরীক্ষা করা হয়। দুটোতেই রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
আরও পড়ুন:
চিকিৎসক হাসপাতালে ভর্তির কথা বললেও সিদ্ধার্থ সহ তার পরিবার হাসপাতালে থাকতে রাজি হয়নি বলেই প্রতিবেশীদের তরফ থেকে জানা গিয়েছে।পরবর্তীতে জ্বর না কমলে আবারও দমদম পুরসভা হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেও, ওই রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীকে স্থানান্তরিত করার পরামর্শ দেন। তারপরই পরিবার সিদ্ধান্ত নেয় যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার। তবে শেষ রক্ষা হল না, এদিন সকালেই মৃত্যু হয় ওই যুবকের। তারপর থেকেই এলাকায় শোকের পাশাপাশি তৈরি হয়েছে ডেঙ্গি আতঙ্ক। এখন ডেঙ্গি রোধে কি সিদ্ধান্ত নেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে জেলাবাসী।
Rudra Narayan Roy