হাওড়ার মৌরিগ্রামের মীল বাজারে স্থানীয় কারিগররা বংশ পরম্পরায় বেত দিয়ে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিস তৈরি করে আসছেন। মৌরিগ্রামের মীল বাজারে বেত দিয়ে মোড়া, চেয়ার, টেবিল, সোফা, নানা ধরণের আসবাবপত্র তৈরি হয়। এছাড়া রয়েছে বিভিন্ন আকারের ঝুড়ি, যেমন ফলের ঝুড়ি, লন্ড্রি ঝুড়ি ইত্যাদি। তাছাড়া বেতের তৈরি ফুলদানি, পেনহোল্ডার, দেওয়ালে টাঙানোর সামগ্রী ইত্যাদির চাহিদা বর্তমানে বেড়েছে বলে জানালেন এক শিল্পী।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, জানুন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়
বেত একটি নমনীয় উপাদান হওয়ায় এটি দিয়ে বিভিন্ন নকশা এবং আকারের জিনিস তৈরি করা যায়। যা দেখতেও বেশ আকর্ষণীয় হয়। এই কারণে বেতের তৈরি জিনিসপত্রের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানালেন শিল্পী রাজকুমার দাস। শুধুমাত্র হাওড়া নয় তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা এবং ভারতের অনেক জায়গায়তেও পৌঁছে যাচ্ছে বেতের তৈরি নানা জিনিস। এখানে যেমন ৮০ টাকার খেলনা জিনিস তৈরি হচ্ছে। তেমনই আবার ৮০ হাজার টাকার জিনিসও তৈরি হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিক ডিজাইন এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের সংমিশ্রণে বেতের তৈরি জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর প্রবণতা দিনে দিনে বাড়ছে। বাড়ছে বেতের তৈরি জিনিসের চাহিদা।