জানা গিয়েছে, পরিবারের মুখে হাসি ফোটাতেই দিল্লিতে ছিলেন নওদার গঙ্গাধারি জোরতলা গ্রামের বাসিন্দা রবিউল সেখ। দিল্লির হরিনগরে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে থাকতেন সকলেই। কিন্তু মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে ভাবতে পারেননি পরিবারের সদস্যরা রবিউল সেখের পরিবার।
আরও পড়ুন: টোটো চালকদের দাদাগিরি! গণ্ডগোলের জেরে মগরাহটাটে র*ক্তার*ক্তি কাণ্ড!
রবিউল শেখ তার স্ত্রী ও দুই কন্যা সন্তান কে নিয়ে দিল্লির হরিনগরে ভাড়া বাড়িতে থাকতেন। রবিউল শেখ ও তার স্ত্রী রুবিনা বিবি এবং তাদের দুই নাবালিকা কন্যা সন্তান হাসিনা খাতুন, রুকসানা খাতুন কে নিয়ে চলত সংসারযাপন। যে বাড়িতে ভাড়া থাকতেন তারা সকলেই মারা যান দেওয়াল চাপা পড়ে। আর এই ভাড়া বাড়িতেই থাকতেন অনেকেই।তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নওদার একই পরিবারের এই চারজন বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন রবিউল শেখ ও তার স্ত্রী রুবিনা বিবি, তাদের দুই নাবালিকা কন্যা সন্তান হাসিনা খাতুন, রুকসানা খাতুন।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত আটজনের। মৃতদের নাম শবিবুল (৩০), রবিউল শেখ (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা বিবি (২৫), ডলি (২৫), রুকসানা খাতুন (৬) এবং হাসিনা খাতুন (৭)। এখনও সকলের পরিচয় পাওয়া যায়নি। সকলের দেহ উদ্ধার করেছে পুলিশ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আরও কেউ ধ্বংসস্তূপে আটকে রয়েছে কি না তা খুঁজে দেখা হচ্ছে। দিল্লীতে বৃষ্টির কারণে শহরের একাধিক এলাকা জলমগ্ন।যে বাড়ির দেওয়াল ধসে পড়েছে, সেটিকে বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার খবর নওদাতে বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। দেহ ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন সকলেই। দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম ।