প্রত্যক্ষদর্শী এক গ্রামবাসী বচন রায় বলেন, “এখানে বড় জঙ্গল নেই যদি শুশুনিয়া পাহাড় বা অন্য কোনও বড় জঙ্গলে হরিণটিকে ছাড়া হয় তাহলে ভাল হয়।” গত কয়েকদিন ধরেই ছাতনার ঝুঞ্জকা গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখতে পাওয়া যাচ্ছে এই হরিণটিকে, এমনিই দাবি করছেন গ্রামবাসীরা। পাশাপাশি কোনও বড় জঙ্গল থেকে এই হরিণটি ওই গ্রামে এসে পড়েছে বলে মনে করছেন অনেকেই। খবর পেয়ে ছাতনা বন দফতরের মঙ্গলবার রাত্রে সার্চলাইট নিয়ে খোঁজ চালায় ওই গ্রাম সংলগ্ন জঙ্গলে।
advertisement
আরও পড়ুন: ফের শুশুনিয়ায় আগুন! লাগালো খোদ বন দফতর, তবে রয়েছে টুইস্ট
হরিণের পায়ের ছাপ খোঁজার চেষ্টা করে বন দফতরের কর্মীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও দেবাশীষ প্রধান জানান, “খবর এসেছে যে একটা হরিণ দেখা গেছে। যদিও সার্চিং করার পর কিছু দেখতে পাওয়া যায়নি। তবে হরিণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় হল একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই পাহাড় অত্যন্ত প্রাচীন একটি পাহাড়। পাহাড়ে রয়েছে ইতিহাসের বিভিন্ন সাক্ষী। ভেষজ উদ্ভিদ এবং বন্য জীবনে পরিপূর্ণ এই পাহাড়ে কি তাহলে এবার হরিণ! যদি হরিণ আসে তাহলে পাল্টে যেতে পারে পর্যটন মানচিত্র। আরও জনপ্রিয় হতে পারে শুশুনিয়া।
নীলাঞ্জন ব্যানার্জী





