একদিকে বাংলাদেশে নিম্নচাপ অন্যদিকে সময়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। এই দুই এর প্রভাবে রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজবে।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা সহ বেশ কিছু জেলায় বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। সেই সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝড়ো হওয়া।
advertisement
হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ বাংলাদেশের ওপর নিম্নচাপ হয়ে অবস্থান করছে৷ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার জেলা জুড়ে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। এই মুহূর্তে বৃষ্টির জেরে সতর্কতা নেই৷ Input- Saikat Shee