বাসুদেবপুর থানার রাহুতা এলাকা থেকে শনিবার একটি পচাগলা দেহ উদ্ধার হয়েছে। কালভার্টের নিচে পড়েছিল দেহটি। জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ সাব্বির ওরফে সাহেব। এই সাহেবই গত শনিবার মোঃ কামাল উদ্দিনকে খুন করেছিলেন বলে অভিযোগ। পুলিশ প্রথমে শেখ ঝন্টু ও শেখ পিন্টুকে গ্রেফতার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার সময়ে সাহেবের নাম উঠে আসে। এবার সেই সাহেবেরই দেহ মিলল কালভার্টের নিচ থেকে।
advertisement
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেন, এই দুটি খুন করিয়েছেন শওকত আলী। যিনি ভাটপাড়া থানার আইসির স্নেহধন্য তৃণমূল নেতা। এলাকায় প্রমোটিং করার জন্যই শওকত এই কাজ করিয়েছেন। পুলিশ শওকতকে বাঁচানোর চেষ্টা করছে এমনটাই দাবি ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংয়ের।
প্রাক্তন সংসদ একটি ছবি দেখিয়ে শওকত আলীকে চিহ্নিত করেন। ভাটপাড়া থানার আইসির সঙ্গে জন্মদিনের কেক কাটার ছবি। সেই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, এখানে কোন রাজনীতি নেই। খুন হয়েছে এটা ঠিক আইন আইনের পথেই চলবে। কে দোষী কে নির্দোষ তা বিচার করবে পুলিশ।