TRENDING:

Debashree Roy: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, রাগে সহশিল্পীদের যন্ত্র আটকে রাখছে উদ্যোগতারা

Last Updated:

Debashree Roy: জানা গিয়েছে, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি: দেবশ্রী রায়ের অনুষ্ঠান নিয়ে তুলকালাম কাঁথিতে৷ দেবশ্রী রায় কথা দিয়েও অনুষ্ঠানে আসেননি, এই অভিযোগে সহ-শিল্পীদের বিভিন্ন যন্ত্র আটকে রাখার অভিযোগ উঠল উদ্যোগতাদের বিরুদ্ধে৷ কলকাতা থেকে আসা শিল্পীরা অভিযোগ করলেন, তাঁদেরকে হেনস্থা করেছেন অনুষ্ঠানের আয়োজকরা৷ তাতেই প্রতিবাদ শুরু করেছেন কলকাতার শিল্পীরাও৷ একাধিকক্রমে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্ররা শিল্পীদের যন্ত্র আটকে রাখার তীব্র প্রতিবাদ করেছেন৷
advertisement

জানা গিয়েছে, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় আসার কথা ছিল। তিনি কাঁথিতে এসে প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করেন বলে দাবি করেছেন মিউজিক টিমের সদস্যরা। তাঁদের দাবি, আয়োজক কমিটির লোকেদের সঙ্গে যোগাযোগে করেও ফোনে পাওয়া যায়নি। শেষমেশ প্রোগ্রামের নির্দিষ্ট সময় চলে যাওয়ায় তিনি কলকাতা ফিরে যান।

advertisement

আরও পড়ুন :  বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে

আরও পড়ুন- আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়, অবস্থান স্পষ্ট তৃণমূল শীর্ষ নেতৃত্বের

দেবশ্রী রায় পরে বুঝতে পারেন প্রোগ্রামের কোন প্রশাসনিক ছিল না। সেজন্যও তিনি ফিরে যান। আরো একটি কারণ ওই প্রোগ্রামের জন্য যে পরিমাণ টাকা চুক্তি হয়েছিল সেই টাকাও মেটায়নি কমিটি। এর পর প্রোগ্রামের জন্য গভীর রাতে খোঁজ পড়ে দেবশ্রী রায়ের।

advertisement

দেবশ্রী রায় স্টেজ পর্যন্ত পৌঁছননি বলে, স্টেজ এর কাছে যারা পৌঁছেছিলেন ইন্সট্রুমেন্ট ও অন্যান্য মিউজিসিয়ান তাঁদেরকে আটকে দেয়। ঠ্যালাঠেলি করে চরম হেনস্থাও করা হয় মিউজিসিয়ানদের। এমনটাই অভিযোগ তুলেছে তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

ছ’দিন ধরে অন্যায় ভাবে মিউজিসিয়ানদের যন্ত্র আটকে রাখার প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ দেখায় অভিযোগকারীরা। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Debashree Roy: অনুষ্ঠানে আসেননি দেবশ্রী, রাগে সহশিল্পীদের যন্ত্র আটকে রাখছে উদ্যোগতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল