জানা গিয়েছে, গত ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুরের জুনপুট কোস্টাল থানা এলাকার বকশিসপুরে একটি সংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অভিনেত্রী দেবশ্রী রায় আসার কথা ছিল। তিনি কাঁথিতে এসে প্রায় দু'ঘণ্টা অপেক্ষা করেন বলে দাবি করেছেন মিউজিক টিমের সদস্যরা। তাঁদের দাবি, আয়োজক কমিটির লোকেদের সঙ্গে যোগাযোগে করেও ফোনে পাওয়া যায়নি। শেষমেশ প্রোগ্রামের নির্দিষ্ট সময় চলে যাওয়ায় তিনি কলকাতা ফিরে যান।
advertisement
আরও পড়ুন : বাড়ছে গাড়ি, যানজট এড়াতে ২০২৬-এর মধ্যে ৬ লেনের হবে কোনা এক্সপ্রেসওয়ে
দেবশ্রী রায় পরে বুঝতে পারেন প্রোগ্রামের কোন প্রশাসনিক ছিল না। সেজন্যও তিনি ফিরে যান। আরো একটি কারণ ওই প্রোগ্রামের জন্য যে পরিমাণ টাকা চুক্তি হয়েছিল সেই টাকাও মেটায়নি কমিটি। এর পর প্রোগ্রামের জন্য গভীর রাতে খোঁজ পড়ে দেবশ্রী রায়ের।
দেবশ্রী রায় স্টেজ পর্যন্ত পৌঁছননি বলে, স্টেজ এর কাছে যারা পৌঁছেছিলেন ইন্সট্রুমেন্ট ও অন্যান্য মিউজিসিয়ান তাঁদেরকে আটকে দেয়। ঠ্যালাঠেলি করে চরম হেনস্থাও করা হয় মিউজিসিয়ানদের। এমনটাই অভিযোগ তুলেছে তাঁরা।
ছ’দিন ধরে অন্যায় ভাবে মিউজিসিয়ানদের যন্ত্র আটকে রাখার প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ দেখায় অভিযোগকারীরা। পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তারা অভিযোগ করেছে।