উলুবেড়িয়ারর বহিরা ছোট আমশার ঘটনা। জানা গিয়েছে, উলুবেড়িয়া বহিরা ছোট আমশার সুকদেব পোল্লে বেশ কয়েকটি চিটফান্ড সংস্থা মাতৃভূমি ও এনভিডি হয়ে টাকা তুলেছেন গ্রামবাবাসীদের কাছ থেকে কিন্তু চিটফান্ড কোম্পানিগুলো বন্ধ হয়ে গেলে আমানতকাকারিদের টাকা ফেরত দিতে পারছিলেন না ৷
সুকদেব পোল্লের স্ত্রী রেবতি পোল্লের অভিযোগ, তার জন্য প্রায় সময় আমানতকারিরা প্রায় বাড়িতে এসে হুমকি দিতেন ৷ গতকাল, বুধবার রাতে প্রায় ১০ জন আমানতকারি তাদের বাড়িতে এসে সমস্ত টাকা সুদ সমেত ফেরতের দাবি জানান ৷ তারপর সুকদেববাবুকে গালিগালাজও করেন তারা ৷ এর জেরেই বিষ খেয়ে নেন তিনি ৷ বাড়ি থেকে উদ্ধার করে পরিবারের লোকজন সুকদেববাবুকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়, পরিবারের তরফে ইতিমধ্যে উলুবেড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement