মৃতরা হলেন মা বিজলি মাইতি (৫৪), দিদি সুজাতা মাইতি(৩১), ছেলে শুভম মাইতি (২৭)। পুলিশের প্রাথমিক অনুমান, মা দিদিকে প্রথমে আগুন জ্বেলে পুড়িয়ে মারে ছেলে শুভম মাইতি। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে এই ঘটনা তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: অযোধ্যায় খুলছে রাম মন্দিরের দরজা, তারাপীঠে চমকপ্রদ আয়োজন! জানুন…
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ বাড়ি থেকে কারও সাড়া শব্দ পাওয়া যায়নি এবং বাড়ি থেকে পোড়া গন্ধ বের হচ্ছে। এরপরই দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখা যায় মা ও মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে মেঝেতে এবং ছেলে ছাদের সিলিং থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে।
আরও পড়ুন: একেবারে অচেনা এক দিঘা! অযোধ্যার আঁচে দিঘায় যা হল, উৎসবে মাতলেন পর্যটকরা!
খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।