Digha: একেবারে অচেনা এক দিঘা! অযোধ্যার আঁচে দিঘায় যা হল, উৎসবে মাতলেন পর্যটকরা!
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Sujit Bhoumik
Last Updated:
Digha: উৎসবের মেজাজে ডালখোলাবাসী। সেজে উঠেছে ডালখোলা শহর। ডালখোলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রামের পুজোর আয়োজন।
দিঘা: উৎসবের মেজাজে সৈকত শহর দিঘা। অনেকেই যেতে পারেননি অযোধ্যায়। তাই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে উৎসবে মেতে উঠেছে সৈকত নগরী সুন্দরী দিঘার মানুষ। দিঘা স্টেশনের কাছে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন সকলে।
এদিকে, উৎসবের মেজাজে ডালখোলাবাসী। সেজে উঠেছে ডালখোলা শহর। ডালখোলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রামের পুজোর আয়োজন। একবারে বলা যেতেই পারে খুশ মেজাজে শহরবাসী। ডালখোলার মিঠাপুর হনুমান শিবপার্বতী মন্দির কমিটির উদ্দ্যোগে ভোজন গানে মেতে উঠেছে ভক্তরা। অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার পর ভোজনে মেতে উঠেছে ভক্তরা। সঙ্গে রামের সুন্দরকাণ্ড পাঠ করা হচ্ছে। সব মিলিয়ে উৎসবে মেতে উঠেছে ডালখোলাবাসী।
advertisement
advertisement
অপরদিকে, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসবের মেজাজে কবি কৃত্তিবাস ওঝার ভিটে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তারই শুভ মুহূর্তে উৎসবের মেজাজ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বয়রা এলাকায়। যে বট গাছের নীচে রামায়ণ লেখা হয়েছিল সেখানেই আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। গীতা পাঠ তারপরে রামায়ণ গান, রাম লক্ষ্মণ সাজিয়ে মিছিল করা হবে।
advertisement
এদিকে, উৎসবের মেজাজে ধূপগুড়ি শহর। ধূপগুড়ি মারওয়ারি মঞ্চের তরফ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা পরিক্রমা শহরজুড়ে। অনেকেই যেতে পারেননি অযোধ্যায়। তাই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে উৎসবে মেতে উঠেছে ধূপগুড়ি শহরের মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2024 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: একেবারে অচেনা এক দিঘা! অযোধ্যার আঁচে দিঘায় যা হল, উৎসবে মাতলেন পর্যটকরা!