Digha: একেবারে অচেনা এক দিঘা! অযোধ্যার আঁচে দিঘায় যা হল, উৎসবে মাতলেন পর্যটকরা!

Last Updated:

Digha: উৎসবের মেজাজে ডালখোলাবাসী। সেজে উঠেছে ডালখোলা শহর। ডালখোলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রামের পুজোর আয়োজন।

দিঘায় উৎসবের মেজাজ
দিঘায় উৎসবের মেজাজ
দিঘা: উৎসবের মেজাজে সৈকত শহর দিঘা। অনেকেই যেতে পারেননি অযোধ্যায়। তাই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে উৎসবে মেতে উঠেছে সৈকত নগরী সুন্দরী দিঘার মানুষ। দিঘা স্টেশনের কাছে হনুমান মন্দিরে পুজো দিচ্ছেন সকলে।
এদিকে, উৎসবের মেজাজে ডালখোলাবাসী। সেজে উঠেছে ডালখোলা শহর। ডালখোলা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে রামের পুজোর আয়োজন। একবারে বলা যেতেই পারে খুশ মেজাজে শহরবাসী। ডালখোলার মিঠাপুর হনুমান শিবপার্বতী মন্দির কমিটির উদ্দ্যোগে ভোজন গানে মেতে উঠেছে ভক্তরা। অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠার পর ভোজনে মেতে উঠেছে ভক্তরা। সঙ্গে রামের সুন্দরকাণ্ড পাঠ করা হচ্ছে। সব মিলিয়ে উৎসবে মেতে উঠেছে ডালখোলাবাসী।
advertisement
advertisement
অপরদিকে, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে ঘিরে উৎসবের মেজাজে কবি কৃত্তিবাস ওঝার ভিটে। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন তারই শুভ মুহূর্তে উৎসবের মেজাজ নদিয়ার শান্তিপুরের ফুলিয়ার বয়রা এলাকায়। যে বট গাছের নীচে রামায়ণ লেখা হয়েছিল সেখানেই আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। গীতা পাঠ তারপরে রামায়ণ গান, রাম লক্ষ্মণ সাজিয়ে মিছিল করা হবে।
advertisement
এদিকে, উৎসবের মেজাজে ধূপগুড়ি শহর। ধূপগুড়ি মারওয়ারি মঞ্চের তরফ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা পরিক্রমা শহরজুড়ে। অনেকেই যেতে পারেননি অযোধ্যায়। তাই আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে উৎসবে মেতে উঠেছে ধূপগুড়ি শহরের মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: একেবারে অচেনা এক দিঘা! অযোধ্যার আঁচে দিঘায় যা হল, উৎসবে মাতলেন পর্যটকরা!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement